ঈদগাঁওতে মিয়ানমারের ১৫৫ গরু-মহিষ জব্দ

ঈদগাঁওতে মিয়ানমারের ১৫৫ গরু-মহিষ জব্দ
কক্সবাজারের ঈদগাঁও বাজারে অভিযান পরিচালনা করে মিয়ানমার থেকে চোরাইপথে আনান১৫৫ টি গরু মহিষ জব্দ করা হয়েছে ।

মঙ্গলবার (৬ মে) দুপুরে কক্সবাজার সদরের সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানার নেতৃত্বে ঈদগাঁও গরুর বাজারে এ অভিযান পরিচালনা করা হয়। এসময় বৈধ কাগজপত্র দেখাতে না পারায় এসব গরু ও মহিষ জব্দ করে ঈদগাঁও ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুল হাকিমের জিম্মায় রাখা হয়েছে।
সদর এসিল্যান্ড শারমিন সুলতানা বলেন, '১৫৫ টি গরু ও মহিষের বৈধ কোন কাগজ দেখাতে না পারায় সেগুলো জব্দ করে স্থানীয় চেয়ারম্যানের জিম্মায় দেওয়া হয়েছে।'
এলাকাবাসী বলেন, এসব পশু মায়ানমার থেকে অবৈধভাবে পাচার করে আনা হয়েছিল।

এদিকে অভিযানের পর থেকেই ঈদগাঁও বাজারের ইজারাদার ও একাধিক গরু ব্যবসায়ী জব্দ হওয়া গরু-মহিষ ছাড়িয়ে নিতে নানা মহলে তদবির শুরু করেছেন বলে অভিযোগ উঠেছে। এমনকি কিছু ব্যবসায়ী নকল কাগজপত্র তৈরি করে তা বৈধ দেখানোরও চেষ্টা করছেন বলে ফেসবুকে অভিযোগ জানিয়েছেন ঈদগাঁও উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শুকুর।
তবে ঈদগাঁও বাজারের ইজারাদার আব্দুর রহিম বলেন, 'মঙ্গলবার সাপ্তাহিক হাঁটের দিন হওয়ায় গরু মহিষগুলো বিভিন্ন বাজার থেকে এনে রাখা হয়েছে, আমাদের সব গরু মহিষ বৈধ।'
ঈদগাঁও সদর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল হাকিম বলেন, জব্দকৃত ১৫৫ গরু মহিষ হেফাজতে রাখা হয়েছে । প্রশাসনের সিদ্ধান্ত মোতাবেক পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।
এ বিষয়ে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মছিউর রহমান বলেন, 'অভিযানে পুলিশের সহায়তা ছিল। বিকেল ৫টা পর্যন্ত অভিযান চলে। জব্দ হওয়া পশুগুলো চেয়ারম্যানের হেফাজতে রাখা হয়েছে।'
ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিমল চাকমা বলেন, অভিযোগের ভিত্তিতেই অভিযানটি করা হয়েছে।
আপনার মন্তব্য দিন

প্রকাশিত মন্তব্য

কক্সবাজার

পরিচালনা সম্পাদক: মোহাম্মদ মুজিবুল ইসলাম, বার্তা সম্পাদক: মোহাম্মদ নজিবুল ইসলাম

© 2025 Dainik Coxsbazar, All Rights Reserved.