উখিয়ায় জেলেদের খাদ্য সামগ্রী বিতরণ

উখিয়ায় জেলেদের খাদ্য সামগ্রী বিতরণ
উখিয়ায় জেলেদের মাঝে খাদ্য সহায়তা প্রদান শুরু করা হয়েছে। গতকাল মঙ্গলবার (৬ মে)  উপজেলা প্রশাসনের সহযোগিতায় জালিয়াপালং ইউনিয়নের ডেইল পাড়া জেলে পল্লীতে  বিতরণ কার্যক্রম শুরু করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা  মোহাম্মদ ওবায়দুল হক, ইউনিয়ন পরিষদের  ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবুল কালাম ও স্থানীয় ইউপি মেম্বার  জালাল আহমদ।  
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরীর সহযোগিতায়  ৩  নম্বর ওয়ার্ডের ২ শত জেলেকে চাল,ডাল তৈল, লবণ  সহ বিভিন্ন খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে বলে জানিয়েছেন উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ ওবায়দুল হক।
উপজেলা মৎস্য বিভাগ জানায়, সাগরে মাছের বংশ বিস্তার বৃদ্ধির লক্ষ্যে  মৎস্য অধিদপ্তর  গত ১৫ এপ্রিল হতে  ১১ জুন পর্যন্ত  মোট ৫৮ দিন মাছ ধরা নিষিদ্ধ ঘোষণা করেছেন। বেকার হয়ে পড়া জেলেদের কে সহায়তা করার জন্য সরকার খাদ্য সামগ্রী বিতরণ করছে বলে জানান সংশ্লিষ্টরা।

আপনার মন্তব্য দিন

প্রকাশিত মন্তব্য

কক্সবাজার

পরিচালনা সম্পাদক: মোহাম্মদ মুজিবুল ইসলাম, বার্তা সম্পাদক: মোহাম্মদ নজিবুল ইসলাম

© 2025 Dainik Coxsbazar, All Rights Reserved.