‘কথিত বন্দুক যুদ্ধে’ নিহতের ঘটনা জানতে টেকনাফে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল

‘কথিত বন্দুক যুদ্ধে’ নিহতের ঘটনা জানতে টেকনাফে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের তদন্ত দল
জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ, গণহত্যা, বিচারবহির্ভূত হত্যাকান্ডের বিচারের অংশ হিসেবে কক্সবাজারের টেকনাফে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের একটি তদন্ত দল কাজ শুরু করেছে।

সোম ও মঙ্গলবার দুই দিন ধরে তদন্ত দলটি টেকনাফের আলোচিত র‌্যাবের ‘বন্দুক যুদ্ধে’ নিহত কাউন্সিলর একরামুল হকসহ বেশ কয়েকটি ভুক্তভোগী পরিবারের সাথে কথা বলেছে জানিয়েছে সংশ্লিষ্ট।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মো. সাইমুম রেজা তালুকদার বিষয়ের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানিয়েছেন দুই দিন ধরে তিনি সহ ছয় জনের তদন্ত দল টেকনাফে কাজ করেছেন। মঙ্গলবার টেকনাফ ত্যাগ করবেন তারা।

তিনি জানান, ‘জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ গণহত্যা বিচারবহির্ভূত হত্যাকান্ডের বিচারের অংশ হিসেবে টেকনাফের কাউন্সিলর একরামুল হকের পরিবারসহ আরো কয়েকটি ভুক্তভোগী পরিবারের জবানবন্দী নেওয়া হচ্ছে। টেকনাফে এতগুলো মানুষ মাদকের যুদ্ধের নামে হত্যা করা হয়েছে, এটা আসলেই খুব দুঃখজনক। সরকারের মদদ ছাড়া একটি এলাকায় এতগুলো মানুষ মারা সম্ভব নয়। তাই আমাদের মূল টার্গেট সরকার প্রধানসহ শীর্ষ পর্যায়ে যারা এসব ঘটনায় মদদ দিয়েছে তাদের বিচার করা।’
টেকনাফ থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন জানান, তদন্ত দলটি তাদের নিজস্ব নিয়মে কাজ করছেন। থানাও এসেছিলেন নানা বিষয়ে তথ্য নিয়েছেন।
আপনার মন্তব্য দিন

প্রকাশিত মন্তব্য

কক্সবাজার

পরিচালনা সম্পাদক: মোহাম্মদ মুজিবুল ইসলাম, বার্তা সম্পাদক: মোহাম্মদ নজিবুল ইসলাম

© 2025 Dainik Coxsbazar, All Rights Reserved.