প্রাইভেট কারে রোগীর বালিশের ভিতর মিলল ১০ হাজার ইয়াবা, ২ নারী আটক

প্রাইভেট কারে রোগীর বালিশের ভিতর মিলল ১০ হাজার ইয়াবা, ২ নারী আটক
উখিয়ায় মেরিন ড্রাইভ সড়কে বিজিবির বিশেষ চেকপোষ্টে তল্লাশি চালিয়ে ১০ হাজার ইয়াবা সহ দুই নারীকে আটক করা হয়েছে। আটক নারীরা রোগী সেজে বালিশের ভেতরে অভিনব কাদায় ইয়াবা পাচার করছিল।

গতকাল (৬ মে) সোমবার  সাড়ে ১১ টার দিকে  উখিয়া ৬৪বিজিবি ব্যাটালিয়নের আওতাধীন মেরিন ড্রাইভে ইমামের ডেইল চেকপোস্টে এ অভিযান পরিচালনা করে।
উখিয়া ৬৪বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ জসীম উদ্দিন জানান, টেকনাফ হতে কক্সবাজারগামী যাত্রিবাহী একটি প্রাইভেট কার চেকপোস্টে আসলে তল্লাশীর জন্য থামানো হয়। ওই সময় গাড়ির ভিতর দুজন নারী রোগী সেজে শুয়ে পড়ছিল। সন্দেহ হওয়ায় তল্লাশি করলে  বালিশের ভিতর হতে ১০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও ২ জন নারীকে আটক করতে সক্ষম হয় বিজিবি সদস্যরা।
আটকরা হলো, টেকনাফ উপজেলার গোদার বিলের আবুল শামার মেয়ে ছেনোয়ারা বেগম (৫০) ও নজির আহমদের স্ত্রী ইয়াসমিন আক্তার (২০)।

এ ব্যাপারে উখিয়া থানায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন বিজিবির চেকপোস্টের নায়েব সুবেদার আশরাফুল ইসলাম।
আপনার মন্তব্য দিন

প্রকাশিত মন্তব্য

কক্সবাজার

পরিচালনা সম্পাদক: মোহাম্মদ মুজিবুল ইসলাম, বার্তা সম্পাদক: মোহাম্মদ নজিবুল ইসলাম

© 2025 Dainik Coxsbazar, All Rights Reserved.