উখিয়ায় উদ্ধার হওয়া অজ্ঞাত যুবকের মরদেহ শনাক্ত হয়েছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আপলোড করা ছবি দেখে নিহতের স্বজনেরা তার পরিচয় শনাক্ত করেছেন।
নিহতের নাম মোহাম্মদ মনজুর আলম (৪৫)। সে রামু উপজেলার জোয়ারিনালা ইউনিয়নের নন্দা খালী মুড়াপাড়া এলাকার মৃত আলী আহমেদের ছেলে।
মঙ্গলবার (৬ মে) দুপুর ১২ টার দিকে উখিয়া সদর রাজাপালং ইউনিয়নের ঘিলাতলী এলাকার একটি আইএনজিও কার্যালয়ের সামনে থেকে মনজুর আলমের মরদেহ উদ্ধার করে উখিয়া থানা পুলিশ।
পরিচয় শনাক্তকারী মনজুরের নিকটাত্মীয় খুরশেদ আলম জানান, গত ২২ এপ্রিল থেকে মনজুর আলস নিখোঁজ ছিলেন। মনজুর শারীরিক ও বাঁক প্রতিবন্ধী ছিলেন বলে জানান তিনি।
উখিয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ আরিফ হোসাইন জানান, নিহতের মরদেহ উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি বলেন, সে কয়েকদিন আগে থেকে ওই এলাকায় ভারসাম্যহীন অবস্থায় ঘোরাফেরা করে আসছিল বলে স্থানীয়দের মধ্যে জনশ্রুতি আছে। তার স্বজনেরা মরদেহটি শনাক্ত করতে পেরেছে। কি কারণে তার মৃত্যু হয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে।