রামুতে ইয়ুথ চেইঞ্জ এজেন্টদের নিয়ে ৪ দিন ব্যাপী নাগরিক সাংবাদিকতা প্রশিক্ষণ শুরু হয়েছে। ডিএসকে- কেএনএইচ-বিএমজেড প্রকল্পের উদ্যোগে উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের ৩৪ জন যুব নারী-পুরুষ এ কর্মশালায় অংশ নিচ্ছে।
৫ মে, সোমবার দক্ষিণ মিঠাছড়ি এমএসসিতে যুব পরিবর্তন এজেন্টদের জন্য প্রচার এবং নাগরিক সাংবাদিকতা বিষয়ক এ প্রশিক্ষণ শুরু হয়।
প্রশিক্ষণের প্রথম দিনে প্রশিক্ষক হিসেবে ছিলেন, দৈনিক সমুদ্র কণ্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক মঈনুল হাসান পলাশ। তিনি নাগরিক সাংবাদিকতার গুরুত্ব, তথ্য যাচাইয়ের কৌশল এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে যুবদের ভূমিকা নিয়ে বিশদ আলোচনা করেন।
প্রশিক্ষণের দ্বিতীয় দিন প্রশিক্ষক হিসেবে ছিলেন, রামু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোয়েব সাঈদ। তিনি মানবাধিকার ও সম্প্রদায় সংবেদনশীলতা, সহানুভূতির সাথে প্রতিবেদন তৈরি, আইনি ও নৈতিক দিক, মত প্রকাশের স্বাধীনতা, গোপনীয়তা ও সুরক্ষা নিয়ে আলোচনা করেন।
ইয়ুথ অর্গানাইজার রাশেদুল হক সরকারের সঞ্চালনায় প্রশিক্ষণ সূচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সিনিয়র ম্যানেজার মো: মর্তুজ আলী।
প্রশিক্ষণের গুরুত্ব নিয়ে আলোচনায় অংশ নেন, টেকনিক্যাল ম্যানেজার (সোশ্যাল কোহেশন অ্যান্ড ইয়ুথ ওয়ার্ক মো: শফিকুল ইসলাম।
এছাড়া ডিএসকের পক্ষ থেকে উপস্থিত ছিলেন টেকনিক্যাল ম্যানেজার (সিপি) নাছিমা শাহীন, কমিউনিকেশন অফিসার অমিত চন্দ্র সরকার, ইনফরমেশন অফিসার কামরুন্নাহার, মোকাররম হাসান, যুক্তি চাকমা ও প্রিয়া বড়ুয়া।
আয়োজকরা জানিয়েছেন, এ প্রশিক্ষণের মাধ্যমে যুব পরিবর্তন সহায়কগণ নাগরিক সাংবাদিকতা ও প্রচারণা বিষয়ে বাস্তব জ্ঞান অর্জন করেছেন। তারা সামাজিক সংহতি, শান্তি ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় সক্রিয় ভূমিকা পালন করতে সক্ষম হবেন। প্রশিক্ষণটি যুব সমাজকে শক্তিশালী ও আত্মনির্ভরশীল করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ডিএসকে-কেএনএইচ-বিএমজেড প্রকল্পের এ ধরনের উদ্যোগ যুব সমাজকে সামাজিক পরিবর্তনের অগ্রদূত হিসেবে গড়ে তুলতে সহায়ক হবে।