ঈদগড়ে চেয়ারম্যান ফিরোজ আহাম্মদ ভুট্টোর অপসারণের দাবীতে ছাত্র জনতার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
-- পদত্যাগের জন্য ২৪ ঘন্টার আল্টিমেটাম
-- পদত্যাগ না করলে রবিবার পরিষদ ঘেরাও।
-- উত্তপ্ত পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আংকা
কক্সবাজার রামুর ঈদগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহাম্মদ ভুট্টোর অপসারণের দাবীতে ছাত্র জনতার উদ্যোগে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
২৩ আগষ্ট রোজ শুক্রবার জুমার নামাজের পর ঈদগড় বাজার চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ঈদগড়ের ছাত্র জনতার আহ্বানে অনেক মানুষ বাজারের প্রধান প্রধান সড়কে বিক্ষোভ মিছিল করেন এবং মিছিল শেষে বাজার চত্বরে মানববন্ধনে স্তলে উপস্থিত হন।
নুরুল আমিনের কোরান তেলওয়াত মধ্য দিয়ে শহিদুল ইসলামের সঞ্চালনায় বনি আমিনের সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন সাবেক মেম্বার আবুল কাশেম টুলু, নুরুল আজিম ও বদরুজ্জামান বদরু, মৌলনা ছৈয়দুল হক, বাজার সমিতির সাবেক সভাপতি নুরুল হুদা, স্থানীয় বাসিন্দা মোঃ করিম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাজোয়ার কামাল, কপিল উদদীন বাবলু, চট্টগ্রাম কলেজের ছাত্র মোঃ বখতিয়ার সেলিম বাহাদুর ও ভুক্তভোগী হাজেরা বেগম প্রমুখ।
বক্তারা আগামী ২৪ ঘন্টার মধ্যে ঈদগড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফিরোজ আহাম্মদ ভুট্টো কে পদত্যাগ করার আল্টিমেটাম দেন। পদত্যাগ না করলে আগামী রবিবার পরিষদ ঘেরাও করে পদত্যাগে বাধ্য করা হবে বলে হুঁশিয়ারিও দেওয়া হয়।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক সাজোয়ার কামাল বলেন, আগামী ২৪ ঘন্টার মধ্যে পদত্যাগ করুন। অন্যথায় পরিষদ ঘেরাও করে পদত্যাগে বাধ্য করতে গিয়ে সৃষ্ট পরিস্থিতির জন্য চেয়ারম্যান নিযেই দায়ী থাকবেন বলে উল্লেখ করেন।
সাবেক মেম্বার বদরুজ্জামান বদরু বলেন, আগামী রবিবারের মধ্যে পদত্যাগ করুন না করলে পরিষদ থেকে টেনে বিতাড়িত করা হবে।