উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৯ ইউনিট
কক্সবাজারের উখিয়ার বালুখালী ১১ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে আবারও আগুন লেগেছে। আগুনের ভয়াবহ লেলিহান শিখায় জ্বলছে একের পর এক ঘর। আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালাচ্ছেন দমকল বাহিনীর সদস্যরা।

রোববার (৫ মার্চ) বিকেল সোয়া তিনটার দিকে বালুখালী রোহিঙ্গা বাজার মরা গাছতলা ক্যাম্পে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ঘণ্টাখানেকের চেষ্টাতেও আগুন নিয়ন্ত্রণে আসেনি বলে জানিয়েছেন পালংখালী ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান এম. গফুর উদ্দিন চৌধুরী।
ঘটনাস্থলে থাকা পালংখালী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড সদস্য প্রকৌশলী হেলাল উদ্দীন জানিয়েছেন, ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তবে এ বিষয়ে কথা বলার চেষ্টা করেও ফায়ার সার্ভিসের কোনো কর্মকর্তা ফোন রিসিভ না করাই বক্তব্য পাওয়া যায়নি।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, ক্যাম্পে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তারা জানিয়েছে, বাতাসের কারণে আগুনের লেলিহান শিখা দ্রুত এপাশ ওপাশ ছড়াচ্ছে। অধিবাসীরা প্রাণ নিয়ে দৌড়ে পালাচ্ছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে পুলিশ, এপিবিএন, দমকল বাহিনীসহ রোহিঙ্গা এবং স্থানীয়রাও। তবে, আগুনের সূত্রপাত সম্পর্কে এখনো জানা যায়নি। আগুন নিয়ন্ত্রণে এলেই ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
এর আগেও বালুখালীর ৯ ও ১০ নম্বর ক্যাম্পে আগুন লেগে সহস্রাধিক রোহিঙ্গা বসতি পুড়ে ছাই হয়ে গিয়েছিল। খোলা আকাশের নিচে রাত কাটাতে হয়েছিল শতশত রোহিঙ্গাকে।
আপনার মন্তব্য দিন

প্রকাশিত মন্তব্য

উপজেলা সংবাদ

পরিচালনা সম্পাদক: মোহাম্মদ মুজিবুল ইসলাম, বার্তা সম্পাদক: মোহাম্মদ নজিবুল ইসলাম ও সহ সম্পাদক: ড. মোঃ আশরাফুল ইসলাম (সজীব)

© 2024 Dainik Coxsbazar, All Rights Reserved.