মহেশখালীর কুতুবজোমে এক ব্যাক্তি খুন

মহেশখালীর কুতুবজোমে এক ব্যাক্তি খুন
মহেশখালী উপজেলার কুতুবজোম ইউনিয়নের তাজিয়াকাটা এলাকায় প্রতিপক্ষের হামলায় আবারও এক ব্যক্তি খুন হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ দুপুরে তাজিয়াকাটা এলাকায় পূর্ব বিরোধের জের ধরে স্থানীয় ভাবে বিবাদমান দুই গোষ্ঠীর লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। ঘটনায় একাধিক ব্যক্তি আহত হয়। এতে প্রতিপক্ষের লোকজনের এলোপাতাড়ি হামলা ও দায়ের কোপে মৌলভি জিয়াউর রহমান নামের এক মাঝ বয়সি ব্যক্তি রক্তাক্ত আহত হয়। মুমূর্ষু অবস্থায় তাকে মহেশখালী হাসপাতালে নিয়ে আসা হলে হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
স্থানীয় সূত্র জানায়, তাজিয়াকাটা এলাকার স্থানীয় মা'দুস্ব্যবরো গোষ্ঠী ও লালাব্বরো গোষ্ঠীর লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিলো। এ বিরোধের জের ধরে স্থানীয় তাজিয়াকাটা সোমাইয়া দাখিল মাদ্রাসা এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনায় নিহত মৌলভী জিয়াউর রহমানের স্ত্রীও গুরুতর আহত হয়েছে বলে জানা গেছে। তাকে প্রথমে মহেশখালী হাসপাতালে অনা হয়, পরে অবস্থা সংকটাপন্ন হওয়ায় কক্সবাজার হাসপাতালে নিয়ে যাওয়ার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানা গেছে।
খবব পেয়ে মহেশখালী থানার এক দল পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছেন। এলাকায় বেশ উত্তেজনা বিরাজ করছে।

আপনার মন্তব্য দিন

প্রকাশিত মন্তব্য

উপজেলা সংবাদ

পরিচালনা সম্পাদক: মোহাম্মদ মুজিবুল ইসলাম, বার্তা সম্পাদক: মোহাম্মদ নজিবুল ইসলাম

© 2025 Dainik Coxsbazar, All Rights Reserved.