মহেশখালীর হোয়ানকে পানিতে ডুবে শিশুর মৃত্যু

মহেশখালীর হোয়ানকে পানিতে ডুবে শিশুর মৃত্যু
মহেশখালীর হোয়ানকে পানিতে ডুবে আলবী আহমদ নামের ৩ বছর বয়সি এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

২৩ আগস্ট (মঙ্গলবার) দুপুরে উপজেলার হোয়ানক ইউনিয়নের বড় ছড়া এলাকায় এ ঘটনা ঘটে। শিশু আলবি আহমদ ওই এলাকার জনৈক মোহাম্মদ আজম এর পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়- নিহত শিশু আলবী বাড়ির লোকজনের অগোচরে পুকুর ঘাটে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যায়। অনেক খোঁজাখুঁজির পর পুকুরে তাকে ভাসতে দেখা যায়। পরে পরিবারের লোকজন শিশু আলবীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মহেশখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর জরুরি বিভাগ কর্তব্যরত চিকিৎসক ডা. রেজাউল করিম জানান- শিশুটি হাসপাতালে আনার আগেই মৃত্যু হয়েছে। মূলতঃ পনিতে ডুবে শ্বাস বন্ধ হয়ে তার মৃত্যু হয়।

আপনার মন্তব্য দিন

প্রকাশিত মন্তব্য

উপজেলা সংবাদ

পরিচালনা সম্পাদক: মোহাম্মদ মুজিবুল ইসলাম, বার্তা সম্পাদক: মোহাম্মদ নজিবুল ইসলাম

© 2025 Dainik Coxsbazar, All Rights Reserved.