কুতুবদিয়া উপজেলা নির্বাচন : ৩৭ কেন্দ্রে ভোটার ৯৭১৭০

কুতুবদিয়া উপজেলা নির্বাচন : ৩৭ কেন্দ্রে ভোটার ৯৭১৭০
ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে আগামী ৮ মে বুধবার কক্সবাজারের কুতুবদিয়া উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। কুতুবদিয়া উপজেলা পরিষদের নির্বাচনে ৩৭ টি ভোট কেন্দ্রে মোট ৯৭ হাজার ১৭০ জন ভোটার রয়েছে। এরমধ্যে, পুরুষ ভোটার ৫১ হাজার ৫৬৯ জন। মহিলা ভোটার ৪৫ হাজার ৬০১ জন। ৩৭ টি ভোট কেন্দ্রে মোট ভোটকক্ষ (বুথ) রয়েছে ২৫৮ টি। তারমধ্যে, স্থায়ী বুথ ২৫০ টি এবং অস্থায়ী বুথ ৮টি।কুতুবদিয়া উপজেলা পরিষদ নির্বাচনে কুতুবদিয়ার ৬টি ইউনিয়ন অন্তর্ভুক্ত রয়েছে।

কুতুবদিয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ৩ জন, পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ৩ জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী রয়েছেন। চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন-অ্যাডভোকেট ফরিদুল ইসলাম চৌধুরী-প্রতীক : মটর সাইকেল, ব্যারিস্টার মোহাম্মদ হানিফ বিন কাশেম-প্রতীক : ঘোড়া এবং আবছার উদ্দিন সিকদার-প্রতীক : আনারস। পুরুষ ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন-আকবর খান-প্রতীক : উড়ো জাহাজ, জুনাইদুল হক-প্রতীক : চশমা এবং ফরিদ উদ্দিন তালুকদার-প্রতীক : বই। মহিলা ভাইস চেয়ারম্যান পদের প্রার্থীরা হলেন-ছৈয়দা মেহেরন্নেছা-প্রতীক : ফুটবল এবং হাছিনা আক্তার-প্রতীক : কলস।
কুতুবদিয়া উপজেলা পরিষদ নির্বাচনে আগামী ৮ মে বুধবার ইভিএম পদ্ধতিতে সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। কুতুবদিয়া উপজেলা পরিষদের নির্বাচনে কক্সবাজার জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ নাজিম উদ্দিন রিটার্নিং অফিসার হিসাবে দায়িত্ব পালন করছেন। 
কুতুবদিয়া উপজেলা পরিষদের নির্বাচনে প্রথম শ্রেণির ম্যাজিস্ট্রেট হিসাবে নিয়োগ পাওয়া কুতুবদিয়া চৌকি আদালতের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাঈদীন নাঁহী নির্বাচনের ২ দিন আগে, নির্বাচনের দিন ৮ মে এবং নির্বাচনের ২ দিন পর অর্থাৎ আগামী ৬ মে থেকে ১০ মে পর্যন্ত মোট ৫ দিন নির্বাচনী অপরাধ দমনে দায়িত্ব পালন করবেন। সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাঈদীন নাঁহী ২০১৩ সালের উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালার ৮৪ তে উল্লেখিত বিধি ৭২, ৭৪, ৭৫, ৭৬, ৭৭ (১) এবং বিধি ৭৮ এর অধীন নির্বাচনী অপরাধ সমুহ আমলে নিয়ে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করবেন।

আপনার মন্তব্য দিন

প্রকাশিত মন্তব্য

কক্সবাজার

পরিচালনা সম্পাদক: মোহাম্মদ মুজিবুল ইসলাম, বার্তা সম্পাদক: মোহাম্মদ নজিবুল ইসলাম ও সহ সম্পাদক: ড. মোঃ আশরাফুল ইসলাম (সজীব)

© 2024 Dainik Coxsbazar, All Rights Reserved.