টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প ইনচার্জের কার্যালয়ের জানালায় অজ্ঞাত গুলি

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্প ইনচার্জের কার্যালয়ের জানালায় অজ্ঞাত গুলি
টেকনাফের জাদিমুড়ার ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্প ইনচার্জের কার্যালয়ের জানালায় একটি গুলি এসে লেগেছে। এতে জানালার কিছু অংশ ভেঙ্গে গেছে। গুলিটি পাওয়া গেছে।

এসব বিষয় নিশ্চিত করেছেন জাদিমুড়াস্থ ২৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্প ইনচার্জ আবদুল হান্নান।
তবে তিনি কোথা থেকে গুলিটি এসেছে তা নিশ্চিত করতে পারেননি।
তিনি বলেছেন, মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে গুলিটি জানালায় এসে পড়ে।

যদিও মিয়ানমারের অভ্যন্তরে চলমান গৃহযুদ্ধে গোলাগুলি ও মর্টার শেলের বিস্ফোরণের বিকট শব্দে এপারে ভেসে আসছে। মিয়ানমার থেকে ছোঁড়া গুলি কি এসে পড়েছে? এমন প্রশ্নের উত্তরে ক্যাম্প ইনচার্জ আবদুল হান্নান বলেন, এটা সম্ভব না। আমার কার্যালয়টি নাফনদী সীমান্ত দিয়ে প্রায় ২০ কিলোমিটার দূরে। মিয়ানমার থেকে ছোঁড়া গুলি নাফনদী অতিক্রম করে এত দূরে আসা কথা না। এটা অন্য কোথাও থেকে এসে লাগতে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক রোহিঙ্গা নেতা ও স্থানীয় লোকজনের দাবি, জাদিমুড়া ক্যাম্পের পশ্চিমে পাহাড়ে সশস্ত্র সন্ত্রাসীরা রয়েছে। পাহাড়েও রাতে গুলির শব্দ শোনা গেছে। ক্যাম্প ইনচার্জের কার্যালয়টি পাহাড়ের কাছা-কাছি। সম্ভবত পাহাড় থেকেই এই গুলিটি এসে লেগেছে।
আপনার মন্তব্য দিন

প্রকাশিত মন্তব্য

কক্সবাজার


পরিচালনা সম্পাদক: মোহাম্মদ মুজিবুল ইসলাম, বার্তা সম্পাদক: মোহাম্মদ নজিবুল ইসলাম ও সহ সম্পাদক: ড. মোঃ আশরাফুল ইসলাম (সজীব)

© 2024 Dainik Coxsbazar, All Rights Reserved.