টেকনাফে গুইসাপ উদ্ধার, পরে অবমুক্ত

টেকনাফে গুইসাপ উদ্ধার, পরে অবমুক্ত
টেকনাফে বসতবাড়ি থেকে বিরল প্রজাতির একটি কালো গুইসাপ উদ্ধার করা হয়েছে। গুইসাপটির দৈর্ঘ্য ৪ ফুট এবং ওজন প্রায় ৮ কেজি।

২৪ এপ্রিল (বুধবার) ভোর রাতে উপজেলার হ্নীলা ইউপির ওয়াব্রাং এলাকার মো. রফিক এর বাড়ি থেকে গুইসাপটি উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, হাঁস-মোরগ খাওয়ার জন্য পার্শ্ববর্তী বন থেকে লোকালয়ে চলে আসে।
বাড়ির মালিক রফিক বলেন, বুধবার ভোর রাতে বাড়ির মুরগির ঘরে মুরগির অস্বাভাবিক আওয়াজ শুনতে পাই। এসময় এগিয়ে এসে মুরগির ঘরে গুইসাপটি দেখতে পাই। পরবর্তীতে দড়ি দিয়ে ফাঁদ পেতে গুইসাপটিকে আটকাতে সক্ষম হই।
তিনি আরো বলেন, গুইসাপটি উদ্ধারের পর স্থানীয়দের সঙ্গে কথা বলে জানতে পারি এটি পরিবেশের জন্য উপকারী। তাই পশ্চিমের পাহাড়ি বনে গুইসাপটি অবমুক্ত করে দিয়েছি।

 
আপনার মন্তব্য দিন

প্রকাশিত মন্তব্য

কক্সবাজার

পরিচালনা সম্পাদক: মোহাম্মদ মুজিবুল ইসলাম, বার্তা সম্পাদক: মোহাম্মদ নজিবুল ইসলাম ও সহ সম্পাদক: ড. মোঃ আশরাফুল ইসলাম (সজীব)

© 2024 Dainik Coxsbazar, All Rights Reserved.