মহেশখালীতে পাহাড় কাটার সময় স্কেভেটর জব্দ

মহেশখালীতে পাহাড় কাটার সময় স্কেভেটর জব্দ
মহেশখালীতে পাহাড় কাটার সময় একটি স্কেভেটর জব্দ করেছে মহেশখালী উপজেলা প্রশাসন।

শনিবার (২০ আগস্ট) বিকেল সাড়ে তিনটায় উপজেলার ছোট মহেশখালী ইউনিয়নের লম্বাঘোনা আশরাফ আলীর ঘোনায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান পরিচালনাকারী সহকারী কমিশনার (ভূমি) মোঃ সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পাহাড়কাটা অবস্থায় একটি স্কেভেটর আটক করা হয়। এসময় যারা পাহাড় কাটছে তারা পালিয়ে যায়। এসময় তিনি পাহাড় খেকোদের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে নিশ্চিত করেন।
সরজমিনে গিয়ে দেখা যায়, আশরাফ আলী ঘোনায় একটি পাহাড়ের অর্ধেক অংশ কেটে ফেলা হয়েছে। ঐ পাহাড়ের গাছপালা কেটে বাইরে বিক্রি করা হয়। কয়েকটি কাটা ও অর্ধ কাটা গাছ পাহাড়ের পাদদেশে পড়ে রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এলাকার লোকজন জানান, পাহাড়ের জমি জনৈক আয়ুব আলীর দখলে রয়েছে। তার সাথে আতাত করে স্থানীয় জাহেদ সিকদার নামের এক প্রভাবশালী ব্যক্তি স্কেভেটার দিয়ে মাটি কেটে তা অন্যত্র বিক্রি করছে।
 
আপনার মন্তব্য দিন

প্রকাশিত মন্তব্য

উপজেলা সংবাদ

পরিচালনা সম্পাদক: মোহাম্মদ মুজিবুল ইসলাম, বার্তা সম্পাদক: মোহাম্মদ নজিবুল ইসলাম ও সহ সম্পাদক: ড. মোঃ আশরাফুল ইসলাম (সজীব)

© 2024 Dainik Coxsbazar, All Rights Reserved.