উখিয়ায় ইউএনও’র রাতজেগে অভিযান ৩ টি ডাম্পার জব্দ

উখিয়ায় ইউএনও’র রাতজেগে অভিযান ৩ টি ডাম্পার জব্দ
স্টাফ রিপোর্টার, উখিয়া :

রাতজেগে অভিনব কৌশলে সিএনজি  গাড়িতে করে  উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ  বিভিন্ন স্থানে সাড়াশি অভিযান চালিয়ে ৩ টি অবৈধ ডাম্পার সহ ড্রাইভারকে আটক করেছে।
শুক্রবার  রাত ১২টা থেকে ভোর ৫টা পর্যন্ত ভালুকিয়া পালং তাজনিমারখোলা ও ফলিয়া পাড়ায়  এলাকায় অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে পরিচালিত অভিযানে পুলিশ ও বন বিভাগের বন কর্মীগণ অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ বলেন, ছদ্মবেশে  সিএনজি গাড়ী করে রাতেই অভিযানে বের হই।
এ সময়  চালকসহ তিনটি ডাম্পার জব্দ সহ ড্রাইভারদেরকে আটক করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আরো বলেন, অবৈধ ডাম্পার ও মাটি পাচার এবং ইজারা ব্যতিত খাল থেকে অবৈধ বালি উত্তোলনকারিদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।
আপনার মন্তব্য দিন

প্রকাশিত মন্তব্য

উপজেলা সংবাদ

পরিচালনা সম্পাদক: মোহাম্মদ মুজিবুল ইসলাম, বার্তা সম্পাদক: মোহাম্মদ নজিবুল ইসলাম

© 2025 Dainik Coxsbazar, All Rights Reserved.