টেকনাফে ৫০হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ

টেকনাফে ৫০হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ
টেকনাফ উপকূলীয় এলাকায় যৌথ অভিযান চালিয়ে ৫০হাজার মিটার অবৈধ কারেন্ট জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। কারেন্ট জালগুলোর বাজারমূল্য ৩লাখ টাকা।

মৎস্য বিভাগ সূত্রে জানায়,  সামুদ্রিক মাছের সুষ্ঠু প্রজনন,উৎপাদন ও  সামুদ্রিক মৎস্য সম্পদ সংরক্ষণ এবং টেকসই মৎস্য আহরণের জন্য গত ১৫ এপ্রিল থেকে আগামী  ১১ জুন পর্যন্ত মোট ৫৮দিন সাগরে সকল প্রকার মৎস্য নৌযান কর্তৃক মৎস্য আহরণ কার্যক্রম নিষিদ্ধ থাকবে।
এই উপলক্ষে রোববার টেকনাফে সাগর উপকূলীয় এলাকায় সকাল ১০টা থেকে বিকেল ছয়টা পর্যন্ত জেলা মৎস্য কর্মকর্তা নির্দেশে ও উপজেলা টাস্কফোর্স কমিটির সভাপতির পরামর্শক্রমে এবং উপজেলা মৎস্য দপ্তরের ব্যবস্থাপনায় টেকনাফ উপজেলার সমুদ্র উপকূলীয় এলাকার বিভিন্ন মাছ ঘাটে যৌথ অভিযান পরিচালনা করে প্রায় ৫০হাজার মিটার কারেন্ট জাল জব্দ করার পাশাপাশি আগুনে পুড়িয়ে ধবংস করা হয়েছে।
এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন।

অভিযানে উপস্থিত ছিলেন- সাবরাং কোস্টগার্ড কন্টিনজেন্ট কমান্ডার মোহাম্মদ মুজিবুল হক, টেকনাফ কোস্টগার্ডের  কন্টিনজেন্ট কমান্ডার শাহা আলম  ও নৌ পুলিশের উপ পরিদর্শক (এস আই) নুরুল ইসলাম।
উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, সরকারি নিষেধাজ্ঞা মেনে সাগর উপকূলীয় এলাকায় মাছ শিকার থেকে বিরত থাকার জন্য জেলেদের নির্দেশনা দেওয়া হয়েছে অন্যতাই, আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এ বিধি-নিষেধ অমান্যকারীদের জেল জরিমানার বিধান রয়েছে।
আপনার মন্তব্য দিন

প্রকাশিত মন্তব্য

কক্সবাজার


পরিচালনা সম্পাদক: মোহাম্মদ মুজিবুল ইসলাম, বার্তা সম্পাদক: মোহাম্মদ নজিবুল ইসলাম

© 2025 Dainik Coxsbazar, All Rights Reserved.