আগামী ২২ মে অনুষ্ঠিতব্য বাংলাদেশ নেজামে ইসলাম পার্টি কক্সবাজার জেলা সম্মেলনকে ঘিরে বিভিন্ন উপজেলায় দাওয়াতী তৎপরতা চলছে। এ নিয়ে ব্যাপক উৎসাহ-উদ্দীপনায় নবতর আমেজ সৃষ্টি হয়েছে। দাওয়াতী তৎপরতার অংশ হিসেবে শনিবার (১৭ মে) বিকেলে কক্সবাজার সদর ও চকরিয়া উপজেলা শাখা কর্তৃক পৃথক পরামর্শ সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা আমীর মাওলানা হোসাইন আহমদের সভাপতিত্বে অনুষ্ঠিত পরামর্শ সভায় স্বাগত বক্তব্য রাখেন, সম্পাদক এম.এ.ঈসা মাহমুদ হাসেমী। মুখ্য আলোচনা করেন, জেলা যুগ্ম- সাধারণ সম্পাদক হাফেজ আমানুল হক। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সদর নায়েব আমীর ও চৌফলন্ডী ইউনিয়ন শাখার আমীর মাওলানা কারী বজলুল করিম, সদর উপজেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা হাফেজ সালেম, খুরুশকুল ইউনিয়ন সাধারণ সম্পাদক হাফেজ আজিজুল হক, সহ- সাংগঠনিক সম্পাদক মাওলানা সাইফুল্লাহ, প্রচার সম্পাদক হাফেজ আবুল মঞ্জুর, চৌফলন্ডী ইউনিয়ন শাখার ওলানা মুহাম্মদ সাইফুল্লাহ, খুরুশকুল ইউনিয়ন শাখার আমীর উদ্দীন সিকদার, মাওলানা দেলোয়ার, মাওলানা আবু তাহের প্রমুখ।
এদিকে কক্সবাজার জেলা নেজামে ইসলাম পার্টির সম্মেলন উপলক্ষে জেলা শাখার এক দাওয়াতী কাফেলা চকরিয়া উপজেলায় সফর করেন৷ সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান জিহাদী ও সাংগঠনিক সম্পাদক মাওলানা মাহবুব উল্লাহ নোমানীর নেতৃত্বে প্রতিনিধি দল চকরিয়া উপজেলা নেতৃবৃন্দের সাথে সংক্ষিপ্ত পরামর্শ সভায় মিলিত হন। উপজেলা আমীর মাওলানা ফরিদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সাংগঠনিক সম্পাদক মাওলানা আব্বাস মুসা, পৌর আমীর মাওলানা ইদ্রিস আজিজীসহ নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
নিজেদের বক্তব্যে জেলা নেতৃবৃন্দ সম্মেলন সফল করার লক্ষ্যে জরুরি নির্দেশনা দেন। এসময় উপজেলা নেতৃবৃন্দ পার্টির জেলা সম্মেলনকে সাফল্যমণ্ডিত করার জন্য কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন৷