উখিয়ায় বাল্যবিবাহ বন্ধে সামাজিক রীতি নীতির নেতিবাচক প্রভাব চিহ্নিতকরণ, ইতিবাচক দৃষ্টিভঙ্গি পরিবর্তন, লিঙ্গ ভিত্তিক সহিংসতা প্রতিরোধ, কন্যা শিশুর শিক্ষা নিশ্চিত, নারী - পুরুষের বৈষম্য দূরীকরণ, নারীর ক্ষমতায়ন ও পরিবার পরিকল্পনা বিষয়ক প্যানেল ডিসকাশন অনুষ্ঠিত হয়েছে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর চাইল্ড সেফটি নেট প্রজেক্ট এ সংলাপের আয়োজন করে।
শনিবার (১৭ মে) উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত প্যানেল সংলাপে প্যানেলিস্ট হিসেবে উপস্থিত ছিলেন রাজা পাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মীর সাহেদুল ইসলাম রোমান, উখিয়া প্রেসক্লাবের আহবায়ক সাঈদ মোহাম্মদ আনোয়ার, ওয়ার্ল্ডভিশন বাংলাদেশ এর চাইল্ড সেফটি নেট প্রজেক্টের শাহনাজ পারভীন, উপজেলা সমাজসেবা কার্যালয়ের নজরুল ইসলাম ও রত্না পালং ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান সেলিম কায়সার।
সংলাপে মডারেটর হিসেবে দায়িত্ব পালন করেন উখিয়া প্রেস ক্লাবের সদস্য সচিব ফারুক আহমেদ। এতে অংশ গ্রহন করেন ওয়ার্ল্ড ভিশনের মবিলাইজেশন এন্ড সিস্টেম স্ট্রেংদেনিং অফিসার মাইকেল মন্ডল, চাইল্ড ফোরামের সাদিয়া,আরিফ, ইয়ুথ ফোরামের জিহাদ, আব্দুল আল মামুন, আব্দুল আজিজ শামীম আলোচনায় অংশ নেন।
প্যানেল সংলাপে শিশুর অধিকার, শিক্ষা, বাল্যবিবাহ নিরোধ আইন বাস্তবায়ন, কন্যা শিশুর শিক্ষা নিশ্চিত, নারী শিশুর সহিংসতা বন্ধ, সামাজিক রীতিনীতির নেতিবাচক প্রভাব চিহ্নিত করণ এবং উত্তরণে প্রাণবন্ত আলোচনা করা হয়। সংলাপে সরকারি কর্মকর্তা, সাংবাদিক, জনপ্রতিনিধি, ইমাম, শিক্ষক, ধর্মীয় নেতা অভিভাবক স্কুল ও কলেজের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত
প্রেস বিজ্ঞপ্তি
জেলা প্রশাসনের উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা। রবিবার সকালে জেলা প্রশাসনের শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে কমিটির সদস্যদের অংশগ্রহণে এ সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক চলতি বর্ষা মৌসুমে সম্ভাব্য দুর্যোগ ও ডেঙ্গু পরিস্থিতি মোকাবেলায় সংশ্লিষ্ট সকলকে আগাম প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ করার আহবান জানান।
অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসাইন সজীবের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অতিরিক্ত পুলিশ সুপার নাজমুস সাকিব খান, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আল মারুফ, সিভিল সার্জন ডা: মোহাম্মদুল হকসহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন।
এ সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সভায় কৃষি, স্বাস্থ্য বিভাগ, গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ, অবৈধভাবে সরকারি জমি ও ফুটপাত দখলদারদের বিরুদ্ধে উচ্ছেদ অভিযান, জলাবদ্ধতা ও যানজট নিরসনসহ বিভিন্ন বিষয়ের উপর আলোচনা করা হয়।
পরে টেকসই উন্নয়ন অভীষ্ট এসডিজি বাস্তবায়নে মন্ত্রণালয়ভিত্তিক দায়িত্বগুলো বিস্তারিত ভাবে সভা তুলে ধরেন জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক হাসান মাসুদ।