রামুতে দুই মাদ্রাসা ছাত্র নিখোঁজ হয়েছে। এরা হলো- উপজেলার রাজারকুল ইউনিয়নের বৈদ্যেরখিল গ্রামের আবুল হোছাইনের ছেলে হাফেজ ফরহাদ হোছাইন (১৫) ও আলী হোছাইনের ছেলে মো. মাহিন (১৩)।
তারা দুজনই চাচাতো ভাই। তারা শিকলঘাট তাহসীনুল কোরআন হেফজখানার ছাত্র। শনিবার, ১৭ মে বিকাল থেকে তারা নিখোঁজ রয়েছে।
নিখোঁজ হওয়ার সময় ফরহাদের গায়ে সাদা পাঞ্জাবি এবং মাহিনের পরনে সাদা গেঞ্জি আর লুঙ্গি ছিলো।
ফরহাদ ও মাহিনের সন্ধান পেলে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছেন পরিবারের সদস্যরা।
যোগাযোগ : মোবাইল নাম্বার : ০১৮২৬-৯৯৭৮৯৫, ০১৮২১-৮৩৫৯৭৪