কক্সবাজারে উপকূলীয় অঞ্চলের জলবায়ু ও জেন্ডার ন্যায্যতা, ইকোসিস্টেম ব্যবস্থাপনা, আবহাওয়া ও জলবায়ু পরিবর্তন জনিত ক্ষয়ক্ষতি পুনরুদ্ধারে জেলা পর্যায়ে মতবিনিময় সভা” অনুষ্ঠিত হয়েছে।
রবিবার বিকেলে অরুণোদয় স্কুল হলরুমে ব্রেকিং দ্য সাইলেন্স (বিটিএস) এর আয়োজনে এবং অস্ট্রেলিয়ান এইড ও অক্সফাম ইন বাংলাদেশের-এর সহায়তায় “ব্লু ইকোনমি এন্ড ইনক্লুসিভ ডেভেলপমেন্ট ফর ক্লাইমেট জাস্টিস (BID4CJ)” প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন।
জেলা প্রশাসক বলেন, প্রকৃতি ও পরিবেশ সংরক্ষণের উৎসগুলোকে কাজে লাগানোর উদ্যোগ সকলকে নিতে হবে।এ ছাড়া ব্লু-ইকোনমি সঠিকভাবে ব্যবহার করা গেলে আমাদের জিডিপিতে আরো ২.৬ পয়েন্ট যুক্ত করা সম্ভব বলে জানান তিনি।
ব্রেকিং দ্যা সাইলেন্স-এর নির্বাহী পরিচালক রোকসানা সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ পরিচালক হাসান মাসুদ, যুব উন্নয়ন অধিদপ্তরের উপ পরিচালক মোয়াজ্জেম হোসেন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ পরিচালক সুব্রত বিশ্বাস, বিটিএস-এর পরিচালক মোহাম্মদ জাহিদুল ইসলাম, অক্সফাম প্রতিনিধি সাঈদ ইকবা়ল, বদরখালী ভার্চু স্কুল এন্ড কলেজের প্রধান শিক্ষক মহি উদ্দিন কাদের অদুল, শিক্ষক আ ন ম নুরুল আমিনসহ সংশ্লিস্টরা বক্তব্য রাখেন।
এ সময় জেলা পর্যায়ের বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের কর্মকর্তা, কমিউনিটি ও যুবসংগঠনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
সভায় স্থানীয় সরকার তথা ইউনিয়ন পরিষদের স্ট্যান্ডিং কমিটিসমূহ শক্তিশালী করণ, জলবায়ু পরিবর্তনের কারণে প্রকৃতির ক্ষয়ক্ষতি পুনরুদ্ধার, ক্ষতিগ্রস্ত নারীদের ন্যায্য অধিকার, সুরক্ষা নিশ্চিত করণ ও জেন্ডার ন্যায্যতাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মিফতা বিনতে ইউসুফ এবং মিরাজ উদ্দীন তালুকদার, প্রজেক্ট ম্যানেজার, (BID4CJ)” প্রকল্প ব্রেকিং দ্য সাইলেন্স। সভায় কমিউনিটি ও যুবসংগঠনের প্রতিনিধিগণ, আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনের ফলে যে সকল সমস্যা মোকাবেলা করছেন এবং ক্ষতিগ্রস্থ অবস্থার সম্মুখিন হচ্ছেন তা তুলে ধরেন। এরই প্রেক্ষিতে জেলা পর্যায়ের বিভিন্ন সরকারী-বেসরকারী দপ্তরের প্রধানগণ প্রদেয় সেবাসমূহ আলোচনা করেন এবং ঐসকল সেবাসমূহ কিভাবে কমিউনিটি পর্যায়ের ক্ষতিগ্রস্থ জনগোষ্ঠীর নিকট পৌছে দেওয়া যায় এবং কিভাবে কমিউনিটির নেতৃবৃন্দ ও যুবসংগঠনের প্রতিনিধিগণকে সম্পৃক্ত করে সম্মিলিতভাবে সেগুলো মোকাবেলা করা যায় সেসব বিষয়ে আলোচনা করেন। এছাড়াও মহেশখালী এবং চকরিয়া উপজেলার উপর দিয়ে প্রবাহিত মাতামুহুরী নদীর বেড়ী বাঁধের ভাঙ্গন, সুইস গেট এর অপরিকল্পিত ব্যবহার এর ফলে আকস্মিক বন্যায় এলাকার পরিবেশ, বনায়ন, ঘরবাড়ী, ফসলের যে ক্ষয়ক্ষতি এবং তা প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।