ইসলামী রাষ্ট্রবিনির্মাণে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসার আহবান : কক্সবাজার জেলা ইসলামী ছাত্রসমাজের মাসিক সভা

ইসলামী রাষ্ট্রবিনির্মাণে মেধাবী শিক্ষার্থীদের এগিয়ে আসার আহবান : কক্সবাজার জেলা ইসলামী ছাত্রসমাজের মাসিক সভা
 ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমেই জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করা সম্ভব। ইসলামী ছাত্রসমাজ সেই লক্ষ্যে নবভী আদর্শের আলোয় একদল যোগ্য নিবেদিতপ্রাণ নির্ভীক সৈনিক গড়ে তোলার প্রয়াস চালিয়ে যাচ্ছে। এই আদর্শিক মিশনে শামিল হয়ে নিজেদের যোগ্যতা ও জ্ঞান-প্রজ্ঞার বিকাশ সাধন করে আলোকিত রাষ্ট্রবিনির্মাণে মেধাবী শিক্ষার্থীদের অবদান রাখতে হবে।
বাংলাদেশ ইসলামী ছাত্রসমাজ কক্সবাজার জেলা কর্মপরিষদের মাসিক সভায় নেতৃবৃন্দ এ কথা বলেন। (১ মে) বৃহস্পতিবার সন্ধ্যায় অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন,  জেলা সভাপতি অলি উল্লাহ আরজু। এসময়  কেন্দ্রীয় কর্মপরিষদের সংগঠন সচিব নির্বাচিত হওয়ায় জেলা নেতৃবৃন্দ তাকে ফুলেল শুভেচ্ছা জানান।
পাঠাগার ও সাহিত্য সম্পাদক মোরশেদ হোছাইন জামিলের কুরআন তিলাওয়াতের মাধ্যমে শুরু হওয়া, সাধারণ সম্পাদক হাফেজ জয়নুল আবেদীনের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্য রাখেন সাংগঠনিক সম্পাদক মুহাম্মদ নুরুল আলম। আরো বক্তব্য রাখেন অর্থ সম্পাদক আব্দুল্লাহ মাহমুদ, জেলা সদস্য মুহিউদ্দিন খান, হাফেজ দেলোয়ার হোসাইন প্রমূখ। 
সভায় বক্তারা আরও বলেন, শ্রমজীবীরা দেশের অর্থনীতির মূল চালিকা শক্তি । তাই তাদের ন্যায্য হিসসা আদায় করতে হবে। তাহলেই মে দিবসের যথার্থ মূল্যায়ন হবে। নেতৃবৃন্দ বিজ্ঞান ও প্রযুক্তিভিত্তিক গণমুখী ইসলামী শিক্ষাব্যবস্থা চালু করার জোর দাবি জানিয়ে বলেন, বিজ্ঞান- প্রযুক্তির উৎকর্ষের এ যুগে সমাজের বৈপ্লবিক পরিবর্তনে প্রযুক্তিগত জ্ঞানেও বিপ্লব সাধন করতে হবে।

আপনার মন্তব্য দিন

প্রকাশিত মন্তব্য

কক্সবাজার


পরিচালনা সম্পাদক: মোহাম্মদ মুজিবুল ইসলাম, বার্তা সম্পাদক: মোহাম্মদ নজিবুল ইসলাম

© 2025 Dainik Coxsbazar, All Rights Reserved.