জেলা এবি পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী পালন

জেলা এবি পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী পালন
'রক্তের দামে কিনেছি স্বপ্ন, সাহসী ভোর! সম্মুখে জয়, কাটবে এবার বৈষম্যের ঘোর' এই স্লোগানকে ধারণ করে আমার বাংলাদেশ-এবি পার্টি কক্সবাজার জেলা শাখার উদ্যোগে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাঁটা ও শুভেচছা বিনিময় অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।
কক্সবাজার প্রেস ক্লাব সম্মেলন কক্ষে এবি পার্টির জেলা সভাপতি এড. এনামুল হক সিকদার (অতিরিক্ত জেলা পিপি) এর সভাপতিত্বে, জেলা যুব পার্টির আহবায়ক নাসির উদ্দীনের সঞ্চালনায় বক্তব্য রাখেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনালের এপিপি ও এবি পার্টি টেকনাফ উপজেলা শাখার আহ্বায়ক এড. আবু মুছা মোহাম্মদ, শহর শাখার যুগ্ম আহ্বায়ক এড. সালাহউদ্দীন, রামু উপজেলা শাখার সদস্য সচিব মোক্তার আহমদ, জেলা এবি পার্টির নেতা ও লবণ চাষী কল্যাণ সমিতির সভাপতি অ্যাডভোকেট শাহাব উদ্দীন, শহর শাখার আহ্বায়ক রফিক আহমদ ডালিম, জেলা এবি যুব পার্টির আহবায়ক ইকবাল হোসেন খোকা, জেলা ছাত্রপক্ষের আহ্বায়ক মোশাররফ হোসেন তাজমানসহ অন্যান্যরা। 
এছাড়াও উপস্থিত ছিলেন, এবি পার্টি, যুব পার্টি ও ছাত্রপক্ষের বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ।
এ সময় কেক কেটে ও শুভেচ্ছা বিনিময় করে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করে আমার বাংলাদেশ পার্টির বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা।
বক্তারা বলেন, ছাত্র জনতার গণঅভ্যুত্থানের স্বপ্ন বাস্তবায়ন ও জনগণের অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে সাধারণ জনগণকে সাথে নিয়ে একটি বৈষম্যহীন সমাজ বিনির্মাণে আমার বাংলাদেশ পার্টির লড়াই জারি থাকবে। 
ভবিষ্যতে পতিত স্বৈরাচারী হাসিনা সরকারের মতো কোনোভাবে যেন স্বৈরাচার ও পরিবারতন্ত্র পুনর্বাসিত না হয় সে জন্য সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। এবং যেখানেই শোষণ, নিপীড়ন ও অধিকার হরণ হবে সেখানেই এবি পার্টি জনগণকে সাথে নিয়ে তা পতিহত করবে।
উপস্থিত নেতৃবৃন্দকে সংগঠনের সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার এই তিন নীতি বাস্তবায়নের আহবান জানানো হয়। এবং সকলকে আমার বাংলাদেশ পার্টির পতাকাতলে যুক্ত হয়ে সম্প্রীতি ও বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় অগ্রণী ভূমিকার অংশীদার হবার উদাত্ত আহবান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

আপনার মন্তব্য দিন

প্রকাশিত মন্তব্য

কক্সবাজার


পরিচালনা সম্পাদক: মোহাম্মদ মুজিবুল ইসলাম, বার্তা সম্পাদক: মোহাম্মদ নজিবুল ইসলাম

© 2025 Dainik Coxsbazar, All Rights Reserved.