সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে মাটিতে পুঁতে রাখা স্থল মাইন বিস্ফোরণে উখিয়ার মনসুর আলম (৩০) নামক এক কাঠুরিয়া মারাত্মক আহত হয়েছে।
গতকাল বৃহস্পতিবার (১ মে) সকাল ১১ টায় উখিয়ার ঘুমধুম সীমান্তের রেজু আমতলী এলাকার বিপরীতে মিয়ানমারের অভ্যন্তরে মাইন বিস্ফোরণের ঘটনাটি ঘটে।
আহত মনসুর আলম উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের তুলাতলি গ্রামের বাসিন্দা সিরাজ মিয়ার ছেলে।
উখিয়ার রাজাপালং ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মীর শাহেদুল ইসলাম রোমন মাইন বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, জীবিকা নির্বাহ করতে উখিয়ার রেজু আমতলী সীমান্ত এলাকায় প্রতিদিনের মতো কাঠ সংগ্রহ করতে যান কাঠুরিয়া মনসুর। সীমান্তে মাটিতে পুঁতে রাখা স্থল মাইন বিস্ফোরণে তার বাম পা উপড়ে গিয়ে ক্ষতবিক্ষত হয়ে যায়। অন্যান্য কাঠুরিয়াদের সহযোগিতায় তাকে উদ্ধার করে প্রথমে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হয়। পরে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়রা জানান, বাংলাদেশ - মিয়ানমার সীমান্তে নাইক্ষ্যংছড়ির ঘুমধুম সহ বিভিন্ন সীমান্ত পয়েন্টে অনুপ্রবেশ করে সীমান্তের অভ্যন্তরে অসংখ্য মাইন মাটিতে পুঁতে রাখা হয়েছে।
উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আরিফ হোসেন জানান, বিষয়টি তিনিই জনপ্রতিনিধির মাধ্যমে শুনেছেন।