মহান মে দিবস উপলক্ষে জেলা প্রশাসনের র‌্যালী ও আলোচনা সভা

মহান মে দিবস উপলক্ষে জেলা প্রশাসনের র‌্যালী ও আলোচনা সভা
'শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এদেশ নতুন করে’' এবং 'শ্রমজীবী মানুষের অধিকার,বৈষম্যহীন বাংলাদেশের অঙ্গীকার'
এ প্রতিপাদ্যে কক্সবাজারে নানা আয়োজনে পালিত হয়েছে মহান মে দিবস এবং জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেফটি দিবস । 
এ উপলক্ষে বৃহস্পতিবার জেলা প্রশাসনের উদ্যোগে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 
সকালে জেলা প্রশাসকের কার‌্যালয় চত্বর থেকে র‌্যালীটি বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। 
পরে জেলা প্রশাসকের কার‌্যালয়ের শহিদ এটিএম জাফর আলম সম্মেলন কক্ষে দিবসটির তাৎপর্য নিয়ে অনুষ্ঠিত হয় আলোচনা সভা । 
এতে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ সালাহউদ্দিন। 
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, উন্নত কর্মপরিবেশ, শ্রমিক-মালিক সুসম্পর্ক এবং শ্রমিকের অধিকার নিশ্চিত করেই বিশ্বের সাথে তাল মিলিয়ে আমাদের শিল্প, পণ্য ও সেবার মান বৃদ্ধি করতে হবে।
তিনি আরো বলেন, নিরাপত্তা, চিকিৎসা,দক্ষতা ও ন্যায্যতা এই চারটি বিষয়ের গুরুত্ব বিবেচনায় রেখে শ্রমজীবী মানুষেরা তাদের জীবন মান উন্নয়নে সক্ষমতা বৃদ্ধি করতে পারে।
অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক নিজাম উদ্দিন আহমেদের সভাপতিত্বে এতে অতিরিক্ত জেলা প্রশাসক শাহিদুল হক, অতিরিক্ত পুলিশ সুপার জসিম উদ্দিীন চৌধুরী, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ মহাপরিদর্শক মোফাখ্খারুল ইসলামসহ সংশ্লিস্টরা বক্তব্য রাখেন। 
এ সময় বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠান, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, ছাত্র প্রতিনিধিসহ বিভিন্ন  শ্রমিক মালিক-কর্মচারী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

 
আপনার মন্তব্য দিন

প্রকাশিত মন্তব্য

কক্সবাজার


পরিচালনা সম্পাদক: মোহাম্মদ মুজিবুল ইসলাম, বার্তা সম্পাদক: মোহাম্মদ নজিবুল ইসলাম

© 2025 Dainik Coxsbazar, All Rights Reserved.