দূর্গম এলাকায় পালস বাংলাদেশের চিকিৎসা সেবা

দূর্গম এলাকায় পালস বাংলাদেশের চিকিৎসা সেবা
দূর্গম এলাকায় অনেকেই ডায়বেটিস ও উচ্চ রক্ত চাপ রোগের সেবা হতে বঞ্চিত। তাদের কথা চিন্তা করে পালস বাংলাদেশ সোসাইটির আয়োজনে রামু উপজেলায় জোয়ারিয়ানালা ইউনিয়নের নতুন কাটা গ্রামে অসংক্রমক রোগ সচেতনতা ক্যাম্পেইন আয়োজন করা হয়। ক্যাম্পেইনে গ্রামবাসীদের স্বাস্থ্য  শিক্ষা এবং স্বাস্থ্য পরিক্ষা করা হয়।

এতে উপস্থিত ছিলেন দাতা সংস্থা এমডিএম জাপান প্রতিনিধি আকিকো কিডা, ভরাচরাকুল কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি উষা রানী শীল, রামুর স্বাস্থ পরিদর্শক পন্কজ শর্মা, পালস বাংলাদেশ সোসাইটি ও জোয়ারিয়ানালা স্বেচ্ছাসেবক টিমের সদস্যবৃন্দ। স্থানীয় ভরচরাকুল কমিউনিটি ক্লিনিক এবং জোয়ারিয়ানালা স্বেচ্ছাসেবক টিমের সহযোগীতায় ক্যাম্পেইনটি সফল ভাবে সম্পন্ন হয়।
আপনার মন্তব্য দিন

প্রকাশিত মন্তব্য

কক্সবাজার


পরিচালনা সম্পাদক: মোহাম্মদ মুজিবুল ইসলাম, বার্তা সম্পাদক: মোহাম্মদ নজিবুল ইসলাম

© 2025 Dainik Coxsbazar, All Rights Reserved.