মহেশখালীতে আওয়ামী লীগ নেতার পক্ষে কাজ করার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

মহেশখালীতে আওয়ামী লীগ নেতার পক্ষে কাজ করার অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে
অভিযুক্ত রিয়াদ মোহাম্মদ আরফাত।
মহেশখালী মাতারবাড়ী কয়লা বিদ্যুৎ প্রকল্পে আওয়ামী লীগের পক্ষ হয়ে কাজ করার অভিযোগ উঠেছে মহেশখালী যুবদলের যুগ্ম আহবায়ক রিয়াদ মোহাম্মদ আরাফাতের বিরুদ্ধে। শুধু তাই নয়, আরফাত নিজেকে কেন্দ্রীয় বিএনপির নাম ভাঙ্গিয়ে বিভিন্ন জায়গায় চাঁদা নেওয়ারও অভিযোগ পাওয়া গেছে। 

স্থানীয় লোকজনের অভিযোগ, গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর মাতারবাড়ীতে পুরাতন মালামালের টেন্ডার ভাগিয়ে নিতে বিভিন্নভাবে কৌশল চালিয়ে যাচ্ছেন যুবদল নেতা রিয়াদ। এমনকি যুবদল নেতা রিয়াদ মোহাম্মদ আরফাত কয়লা বিদ্যুৎকেন্দ্রে গিয়ে কেন্দ্রীয় এক বিএনপি নেতার অনুসারী বলেও পরিচয় দিচ্ছেন। তার বিরুদ্ধে প্রকল্প থেকে ৭ লক্ষ টাকা চাঁদা আদায়েরও অভিযোগ উঠেছে। 
আরও জানা যায়, আওয়ামী লীগ সরকার পতনের পর অনেকটা আড়ালে চলে যান দলের বেশিরভাগ নেতাকর্মী। এ সুযোগকে কাজে লাগিয়ে যুবনেতা রিয়াদ মাতারবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আবু সালেহ'র হয়ে কাজ করছেন। কয়লাবিদ্যুৎ কেন্দ্রের আবু সালেহ'র টেন্ডার ব্যবসাও দেখাশোনা করেন যুবনেতা রিয়াদ। 
নাম প্রকাশে অনিচ্ছুক মাতারবাড়ী ইউনিয়ন যুবদলের এক নেতা বলেন, ৫ আগস্টের পর রিয়াদ আর-ও কয়েকজনকে নিয়ে কয়েক দফা কয়লা বিদ্যুৎ কেন্দ্রে যায়। সেখানে টেন্ডারসহ বেশ কিছু কাজ তাঁকে দিতে হবে জানান।

এ বিষয়ে যুবদল নেতা রিয়াদ মোহাম্মদ আরফাতের কোন বক্তব্য পাওয়া যায়নি। 
আপনার মন্তব্য দিন

প্রকাশিত মন্তব্য

কক্সবাজার


পরিচালনা সম্পাদক: মোহাম্মদ মুজিবুল ইসলাম, বার্তা সম্পাদক: মোহাম্মদ নজিবুল ইসলাম

© 2025 Dainik Coxsbazar, All Rights Reserved.