বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষে র্যাবলী ও আলোচনা সভা

বিশ্ব ম্যালেরিয়া দিবস উপলক্ষে র্যাবলী ও আলোচনা সভা
কক্সবাজারে নানা আয়োজনে উদযাপিত হয়েছে বিশ্ব ম্যালেরিয়া দিবস। " ম্যালেরিয়ার বিরুদ্ধে লড়াই করি, বৈষম্যহীন বিশ্ব গড়ি" এ শ্লোগানে জেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে এ উপলক্ষে অনুষ্ঠিত হয়েছে র্যাপলী ও আলোচনা সভা। 

বৃহস্পতিবার সকালে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কার্যালয়ের প্রাঙ্গনে র্যাালীটি অনুষ্ঠিত হয়। 
পরে কার্যারলয়ের ইউসুফ সম্মেলন কক্ষে সিভিল সার্জন ডা: আসিফ আহমেদ হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় আলোচনা সভা। 
সভাপতির বক্তব্যে সিভিল সার্জন বলেন, সরকারের আন্তরিকতা ও স্বাস্থ্য বিভাগের তৎপরতায় বর্তমানে সাধারণ মানুষের মধ্যে ম্যালেরিয়া রোগ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি পেয়েছে। যার ফলে এখন রোগীর সংখ্যা যেমন কমে আসছে তেমনি এ রোগে মৃত্যুর সংখ্যাও অনেকটা কমে এসেছে। 

সিভিল সার্জন অফিসের রোগ নিয়ন্ত্রণ বিভাগের ডা: ফাহিম আহমেদ ফয়সলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জেলা বক্ষব্যাধি হাসপাতালের কনসালটেন্ট ডা মহিউদ্দীন মো আলমগীর,সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা টিটু চন্দ্র শীল বক্তব্য রাখেন। 
এর আগে ম্যালেরিয়া কর্মসূচির অগ্রগতি,ভবিষ্যত পরিকল্পনা ও চ্যলেঞ্জগুলো নিয়ে একটি প্রবন্ধ উপস্থাপন করেন  জেলা সার্ভিল্যান্স  মেডিকেল অফিসার (ম্যালেরিয়া) ডাঃ সিরাজুল ইসলাম।
এ সময় জেলা স্বাস্থ্যবিভাগের সকল দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী, এনজিও প্রতিনিধিসহ সংশ্লিস্টরা উপস্থিত ছিলেন।
আপনার মন্তব্য দিন

প্রকাশিত মন্তব্য

কক্সবাজার

পরিচালনা সম্পাদক: মোহাম্মদ মুজিবুল ইসলাম, বার্তা সম্পাদক: মোহাম্মদ নজিবুল ইসলাম ও সহ সম্পাদক: ড. মোঃ আশরাফুল ইসলাম (সজীব)

© 2024 Dainik Coxsbazar, All Rights Reserved.