টেকনাফে কৃষক অপহরণ চক্রের সদস্য দেলোয়ার গ্রেপ্তার

টেকনাফে কৃষক অপহরণ চক্রের সদস্য দেলোয়ার গ্রেপ্তার
টেকনাফে দশ কৃষক অপহরণ মামলার অন্যতম আসামী দেলোয়ার হোসেন ওরফে দেলু ডাকাতকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তার  দেলু উপজেলার বাহারছড়া ইউপির শীলখালী এলাকার মৃত আলী হোসেন ওরফে পেটুর পুত্র।
বৃহস্পতিবার (২৫ এপ্রিল) ভোররাত সোয়া ৩টার দিকে তাকে গ্রেপ্তার করা হয় বলে নিশ্চিত করেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ওসমান গনি।
তিনি জানান, বাহারছড়া ইউপির শীলখালী পাহাড়ি এলাকার মুরার বাসায় অভিযান চালিয়ে ১০ কৃষক অপহরণ মামলার আসামি (মামলা নং ৫৬) দেলু ডাকাতকে গ্রেপ্তার করে বাহারছড়া তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা। তার বিরুদ্ধে ডাকাতি, অপহরণসহ আরও ৪টি মামলা রয়েছে।

দেলু ডাকাতের বরাতে ওসি আরও বলেন, বিভিন্ন অপহরণ কান্ডের লোমহর্ষক বর্ণনার পাশাপাশি ওইসব অপহরণ কান্ডে নিজের সরাসরি সম্পৃক্ততার বিষয়ে স্বীকার করেন। এছাড়া 
অপহরণ চক্রের পেছনে আশ্রয়দাতাসহ অন্য সদস্যদের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য দেন।
গ্রেপ্তার আসামীকে আইনানুগ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট মামলায় আদালতে প্রেরণ করা হয়েছে।
আপনার মন্তব্য দিন

প্রকাশিত মন্তব্য

কক্সবাজার

পরিচালনা সম্পাদক: মোহাম্মদ মুজিবুল ইসলাম, বার্তা সম্পাদক: মোহাম্মদ নজিবুল ইসলাম ও সহ সম্পাদক: ড. মোঃ আশরাফুল ইসলাম (সজীব)

© 2024 Dainik Coxsbazar, All Rights Reserved.