সৈকতে আবারও ভেসে আসছে শত শত মৃত জেলিফিশ

সৈকতে আবারও ভেসে আসছে শত শত মৃত জেলিফিশ
রোকসানা সুমি :

কক্সবাজার সমুদ্র সৈকতে আবারও জোয়ারের সঙ্গে ভেসে আসছে শত শত মৃত জেলিফিশ। 
মঙ্গলবার (১৬ই এপ্রিল )সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত  কলাতলী পয়েন্টে শত শত মরা জেলিফিশ বালুতে পড়ে থাকতে দেখা গেছে। এসব জেলিফিসের মধ্যে কোনোটা আকারে ছোট, কোনোটা বড় । তবে এগুলো কী কারণে মারা যাচ্ছে তা জানা যায়নি । 
সরজমিনে ঘুরে দেখা গেছে, কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্টেের বালিয়াড়িজোড়ে জোয়ারের পানির সঙ্গে অসংখ্য মরা জেলিফিশ ভেসে এসে আটকা পড়েছে। মরা এই জেলিফিশগুলো ঘিরে আছে উৎসুক পর্যটকরা।

 দিনাজপুর হতে আগত পর্যটক এরশাদ হোসেন বলেন, 'আমরা দূর থেকে বেড়াতে এসেছি। কলাতলী পয়েন্টে দেখছি অনেক জেলিফিশ। প্রথমে দেখে অক্টোপাস ভেবেছিলাম। এগুলো সাগরের বালুতে কীভাবে এসেছে বুঝতে পারছি না।'
বালিয়াড়িতে পড়ে থাকা জেলিফিস গুলো কৌতুহলবশত পা দিয়ে নেড়েচেড়ে দেখেন পর্যটকরা। সেই সাথে বিপদজনকভাবে সেগুলো ধরতে চায় শিশুরা। ঢাকা থেকে আগত পর্যটক জাহানারা পারভীন বলেন, 'আমি হঠাৎ জেলিফশগুলো দেখে অবাক হয়েছি। নেড়েচেড়ে দেখলাম জীবিত আছে কিনা।'
সী সেইফ লাইফ গার্ড সংস্থার সিনিয়র লাইফ গার্ড কর্মী জয়নাল আবেদীন ভুট্টো বলেন, 'জেলিফিশের সংস্পর্শে যাওয়ার পর অনেক পর্যটক এসে জিজ্ঞেস করে হাত চুলকাচ্ছে কেন! পর্যটকদের নিষেধ করলেও শুনতে চায় না। আমরা সর্বোচ্চ চেষ্টা করি পর্যটকদের সচেতন করতে। এই জেলিফিসগুলো সাধারণত হাত দিয়ে ধরলে চুলকায়। পর্যটকরা না বুঝে ছবি তুলতে গিয়ে এসব ভুল করে। পরে পুরো শরীর চুলকানো শুরু হয়।আমরা আজ সাগরে তীরের কাছে ছোট ছোট জেলিফিশের উপস্থিতিও লক্ষ্য করেছি।'
বাংলাদেশ ওসানোগ্রাফিক রিসার্চ ইনস্টিটিউট এর জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা মো: তরিকুল ইসলাম বলেন- 'জেলিফিশগুলো থেকে দূরত্ব বজায় রাখা উচিত। শিশুরা অনেক সময় কৌতুহলের কারণে জেলিফিশগুলোর সংস্পর্শে চলে আসে। এ বিষয়ে আরও সচেতনতার প্রয়োজন। কিছু প্রজাতির জেলিফিশ মারাত্মকভাবে ক্ষতি করতে পারে।'
আপনার মন্তব্য দিন

প্রকাশিত মন্তব্য

কক্সবাজার

পরিচালনা সম্পাদক: মোহাম্মদ মুজিবুল ইসলাম, বার্তা সম্পাদক: মোহাম্মদ নজিবুল ইসলাম ও সহ সম্পাদক: ড. মোঃ আশরাফুল ইসলাম (সজীব)

© 2024 Dainik Coxsbazar, All Rights Reserved.