রামু উচ্চ বালিকা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হলেন অধ্যাপিকা নিগার সরওয়ার কানিজ

রামু উচ্চ বালিকা বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হলেন অধ্যাপিকা নিগার সরওয়ার কানিজ
কক্সবাজারের রামুর অন্যতম নারী শিক্ষা প্রতিষ্ঠান রামু উচ্চ বালিকা বিদ্যালয়ের নতুন পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন অধ্যাপিকা নিগার সরওয়ার কানিজ।

গত ৯এপ্রিল মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড চট্রগ্রামের বিদ্যালয় পরিদর্শক ড. বিপ্লব গাঙ্গুলী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে অধ্যাপিকা নিগার সরওয়ার কানিজকে সভাপতি করে চার সদস্য বিশিষ্ট এডহক কমিটি অনুমোদন দেন। 
অধ্যাপিকা নিগার সরওয়ার কানিজ এ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা, সাবেক সংসদ সদস্য ও রাষ্ট্রদূত অধ্যক্ষ ওসমান সরওয়ার আলম চৌধুরীর সুযোগ্য কন্যা এবং বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ সাইমুম সরওয়ার কমল এমপির বড় বোন।
চট্রগ্রাম সিটি কলেজের সহকারি অধ্যাপক নিগার সরওয়ার কানিজ রামু উচ্চ বালিকা বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। তিনি এসএসসিতে জেলা পর্যায়ে সর্বোচ্চ নাম্বার পেয়ে চমকপ্রদ রেজাল্ট উপহার দিয়েছিলেন। বিদ্যালয়ের সার্বিক উন্নয়নে তিনি অভিবাবক, শিক্ষক শিক্ষার্থী সহ সকলের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।

আপনার মন্তব্য দিন

প্রকাশিত মন্তব্য

কক্সবাজার

পরিচালনা সম্পাদক: মোহাম্মদ মুজিবুল ইসলাম, বার্তা সম্পাদক: মোহাম্মদ নজিবুল ইসলাম ও সহ সম্পাদক: ড. মোঃ আশরাফুল ইসলাম (সজীব)

© 2024 Dainik Coxsbazar, All Rights Reserved.