১৭৭ বিজিপি সদস্যকে ফেরত পাঠাতে তোড়জোড়

১৭৭ বিজিপি সদস্যকে ফেরত পাঠাতে তোড়জোড়
মিয়ানমারের বর্ডার গার্ড পুলিশের ১৭৭ জন সদস্যকে কয়েক দিনের মধ্যে ফেরত পাঠাতে তোড়জোড় চলছে। একাধিক বিশ্বস্থ  সূত্র জানিয়েছে, আগামী ১ এপ্রিল থেকে ৫ এপ্রিলের মধ্যে তাদের ফেরত পাঠানো হতে পারে মিয়ানমারে ।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার মোহাস্মদ জাকারিয়া বলেন, বিষয়টি মূলত পররাষ্ট্র মন্ত্রণালয়ের। সেখান থেকে সিদ্ধান্ত আসলে হয়তো খুব শীঘ্রই তাদের ফেরৎ পাঠনো হতে পারে স্বদেশে। এর বেশী কিছু তিনি জানাতে রাজি হননি।
বান্দরবান জেলা প্রশাসক মো: মুজাহিদ উদ্দিন বলেন, ১৭৭ মিয়ানমার নাগরিকের বিষয়টি খুবই জটিল এবং গোপনীয়। সল্প সময়ের মধ্যে তাদের আগের নিয়মে ফেরৎ পাঠনো হবে।
আপনার মন্তব্য দিন

প্রকাশিত মন্তব্য

কক্সবাজার

পরিচালনা সম্পাদক: মোহাম্মদ মুজিবুল ইসলাম, বার্তা সম্পাদক: মোহাম্মদ নজিবুল ইসলাম ও সহ সম্পাদক: ড. মোঃ আশরাফুল ইসলাম (সজীব)

© 2024 Dainik Coxsbazar, All Rights Reserved.