শত আসনে হেভিওয়েট প্রার্থী, হবে হাড্ডাহাড্ডি লড়াই

শত আসনে হেভিওয়েট প্রার্থী, হবে হাড্ডাহাড্ডি লড়াই
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রায় একশ’ আসনে একাধিক হেভিওয়েট প্রার্থী থাকায় হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে। আওয়ামী লীগ নেতারা বলছেন, একই আসনে একাধিক হেভিওয়েট প্রার্থীর অংশগ্রহণের মাধ্যমে প্রমাণ হয়েছে নির্দিষ্ট কোনো দল না এলেও নির্বাচন প্রতিদ্বন্দ্বিপূর্ণ হতে পারে। ভোটাররা যে প্রার্থীর পক্ষে রায় দেবেন তা মেনে নেবে আওয়ামী লীগ।

 
নিবন্ধিত ২৮টি দল নির্বাচনে অংশগ্রহণ করলেও প্রধান বিরোধী দল বিএনপির বর্জনের ফলে নির্বাচন কতটা অংশগ্রহণমূলক ও প্রতিদ্বন্দিতাপূর্ণ হবে তা নিয়ে নানা আলোচনা-সমালোচনা চলছে। তবে এরই মধ্যে প্রায় ১০০ আসনে একাধিক হেভিওয়েট প্রার্থীর অংশগ্রহণ আভাস দিচ্ছে হাড্ডাহাড্ডি লড়াইয়ের। এরমধ্যে আবার স্বতন্ত্র প্রার্থীদের ওপর কোনো বল প্রয়োগের সুযোগ নেই বলে অবস্থান স্পষ্ট করেছে আওয়ামী লীগ।
আপনার মন্তব্য দিন

প্রকাশিত মন্তব্য

বাংলাদেশ

নির্বাচনী সংবাদ

রাজনীতি

পরিচালনা সম্পাদক: মোহাম্মদ মুজিবুল ইসলাম, বার্তা সম্পাদক: মোহাম্মদ নজিবুল ইসলাম ও সহ সম্পাদক: ড. মোঃ আশরাফুল ইসলাম (সজীব)

© 2024 Dainik Coxsbazar, All Rights Reserved.