নৌকার মনোনয়ন নিয়েই বিএনপি থেকে পদত্যাগ করলেন শাহজাহান

নৌকার মনোনয়ন নিয়েই বিএনপি থেকে পদত্যাগ করলেন শাহজাহান
আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে বিএনপির ভাইস চেয়ারম্যানসহ দলীয় সব পদ থেকে পদত্যাগ করেছেন সাবেক আইন প্রতিমন্ত্রী ব্যারিস্টার শাহজাহান ওমর বীরউত্তম। তিনি আওয়ামী লীগের প্রার্থী হিসেবে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঠালিয়া) আসনে নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করবেন।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) সন্ধ্যায় সংবাদ সম্মেলনে শাহজাহান ওমর নিজেই বিষয়টি জানান। এরআগে অনলাইনে মনোনয়নপত্র জমা দেন তিনি।
ঝালকাঠি-১ আসনে বিএনপি নেতা শাহজাহান ওমরকে মনোনয়ন দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া।
বুধবার (২৯ নভেম্বর) দুপুরে বাসে আগুন দেওয়ার অভিযোগে রাজধানীর নিউমার্কেট থানায় করা একটি মামলায় জামিন পান শাহজাহান ওমর। পরে সন্ধ্যায় কারাগার থেকে মুক্তি পান তিনি।

গত ৪ নভেম্বর রাজধানীর একটি বাসা থেকে সাবেক আইন প্রতিমন্ত্রী শাহজাহান ওমরকে আটক করে গোয়েন্দা পুলিশ। পরদিন তাকে চার দিনের রিমান্ডে পাঠান আদালত। এরপর ৯ নভেম্বর জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেওয়া হয়।
আপনার মন্তব্য দিন

প্রকাশিত মন্তব্য

রাজনীতি

পরিচালনা সম্পাদক: মোহাম্মদ মুজিবুল ইসলাম, বার্তা সম্পাদক: মোহাম্মদ নজিবুল ইসলাম ও সহ সম্পাদক: ড. মোঃ আশরাফুল ইসলাম (সজীব)

© 2024 Dainik Coxsbazar, All Rights Reserved.