জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল : ফেভারিট রামুকে হারিয়ে মহেশখালী সেমিতে

জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল : ফেভারিট রামুকে হারিয়ে মহেশখালী সেমিতে
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টে ফেভারিট রামু উপজেলা ফুটবল দলকে টাইব্রেকারে ৫-৪ গোলে হারিয়ে কাঙ্খিত সেমিফাইনালে উঠেছে মহেশখালী উপজেলা ফুটবল দল। 

শুক্রবার (২২ সেপ্টেম্বর) বিকেলে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নির্ধারিত সময় ১-১ গোলে ড্র  ছিল। ফলে খেলা টাইব্রেকারে গড়ায়। এতে মহেশখালীর সাকের, মতি, মনিরদের পাঁচটি শট প্রতিপক্ষের নেট স্পর্শ করলেও রামুর রিদুয়ান ছোট্ট বাইরে মেরে দলের সর্বনাশ ডেকে আনে। ফলে কক্সবাজার ফুটবলের ঐতিহ্যবাহী দলটি এক ম্যাচ খেলেই টুর্ণামেন্ট থেকে ছিটকে পড়ে। অপরদিকে প্রবল প্রতিপক্ষকে হারিয়ে প্রত্যাশার সেমিতে জায়গা করে নেয় গেলবারের রানারআপ মহেশখালী উপজেলা ফুটবল দল। 
এদিকে জেলা ক্রীড়া সংস্থা আয়োজিত দর্শকনন্দিত এই ফুটবল টুর্ণামেন্টে দুই শক্তিশালী দলের প্রথমার্ধ গোল শূন্য ড্র ছিল। ম্যাচের ৫১ মিনিটে জাতীয় তারকা কৌশিকের বুদ্ধিদীপ্ত ফ্রি কিকে আলতো হেডে গোল করে রামুকে ১-০ গোলে এগিয়ে দেন বিদেশি রিক্রুট সোলেমান। এর হাসির রেশ না কাটতেই রামুর ডি বক্সে হ্যান্ডবল করে বসে আরেক ভিনদেশী ডিফেন্ডার। সাথে সাথে জাতীয় রেফারি ছৈয়দ করিম পেনাল্টির বাঁশি বাজান। আর তাতে ঠান্ডা মাথায় গোল করে মহেশখালীকে ম্যাচে ফেরান তারকা ফুটবলার মনির। মূলত পুরো ম্যাচে দু'দলই সাব ধানী ফুটবল খেলে। যার কারণে ম্যাচের অধিকাংশ সময় বল মধ্য মাঠেই ঘোরাফেরা করে। ফলে দু'দলের স্ট্রাইকাররা গোলবার লক্ষ্য করে দেখার মতো কোন শট নিতে পারেননি। দু' দলের হয়ে ঘানা, নাইজেরিয়া,  ক্যামেরুনের ৫ জন ফুটবলার অংশ নেয়। এদিকে ম্যাচ শেষে ম্যাচ সেরা বিজয়ী দলের শাকের উল্লাহর হাতে ক্রেস্ট তুলে দেন রামু উপজেলা পরিষদের চেয়ারম্যান সোহেল সরওয়ার কাজল। এসময় উপস্থিত ছিলেন রামু উপজেলা নির্বাহী অফিসার ফাহমিদা মোস্তফা, মহেশখালী উপজেলা নির্বাহী অফিসার মিথি মারমা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এডভোকেট জসিম উদ্দিন, সহ-সভাপতি অনুপ বড়ুয়া অপু,  টুর্ণামেন্ট কমিটির সদস্য সচিব হারুন অর রশিদ।
আজকের খেলাঃ পেকুয়া উপজেলা ফুটবল দল বনাম স্বাগতিক সদর উপজেলা ফুটবল দল। সময়ঃ বিকেল তিন টা।

আপনার মন্তব্য দিন

প্রকাশিত মন্তব্য

খেলা

পরিচালনা সম্পাদক: মোহাম্মদ মুজিবুল ইসলাম, বার্তা সম্পাদক: মোহাম্মদ নজিবুল ইসলাম ও সহ সম্পাদক: ড. মোঃ আশরাফুল ইসলাম (সজীব)

© 2024 Dainik Coxsbazar, All Rights Reserved.