কুতুবদিয়ার মুরাদ হাসান ডাক পেল জাতীয় দলে

কুতুবদিয়ার মুরাদ হাসান ডাক পেল জাতীয় দলে
কুতুবদিয়ার কৃতি ফুটবল খেলোয়াড় মুরাদ হাসান টিপু ডাক পেয়েছে জাতীয় দলে। ডিফেন্ডার হিসেবে সাফ চ্যাম্পিয়নশীপ প্রিলিনারী তালিকায় নাম উঠেছে বাংলারদেশ সেনাবাহিনীর এই গর্বিত সৈনিকের। পেশাদার  ফুটবলে তার প্রথম ক্লাব কুতুবদিয়া খেলোয়াড় সমিতি। এরপর ২০১৭ সালে বাংলাদেশ সেনাবাহিনীতে যোগ দিয়ে দ্বিতীয় ক্লাবে নাম লেখান। তৃতীয় ক্লাব তার স্বাধীনতা ঢাকা।

৪র্থ ক্লাব ঢাকা মোহামেডান। সেখান থেকেই ভাল পারফরমেন্স দেখিয়ে সুযোগ করে নিল ডিফেন্ডার হিসেবে জাতীয় দলে।
উপজেলা সদর বড়ঘোপ ছৈয়দ পাড়ার শফিউল আলমের ছেলে মুরাদ হাসান টিপু ২০১৩ সালে কুতুবদিয়া মডেল হাই স্কুল এন্ড কলেজ থেকে কৃতিত্বের সাথে  এসএসসি এবং কুতুবদিয়া সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করে যোগ দেন সেনাবাহিনীতে।
ভবিষ্যতে সুযোগ পেলে বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করে বাংলাদেশকে আরো সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষ্য বলে জানান দৈনিক কক্সবাজারকে।
 

আপনার মন্তব্য দিন

প্রকাশিত মন্তব্য

কক্সবাজার


পরিচালনা সম্পাদক: মোহাম্মদ মুজিবুল ইসলাম, বার্তা সম্পাদক: মোহাম্মদ নজিবুল ইসলাম

© 2025 Dainik Coxsbazar, All Rights Reserved.