একসঙ্গে দুটি ফোনে চালানো যাবে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট!

একসঙ্গে দুটি ফোনে চালানো যাবে একই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট!
এবার থেকে একই নম্বরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট দুটি ফোনে ব্যবহার করতে পারবেন। এতদিন এই সুবিধা ছিল না। সম্প্রতি এই সংক্রান্ত একটি পোস্ট করেছে ‘হোয়াটসঅ্যাপ বেটা ইনফো’।

তারা মূলত হোয়াটঅ্যাপের নতুন ফিচার সম্পর্কে বিভিন্ন নতুন তথ্য আপডেট দিয়ে থাকে। একইভাবে এক্ষেত্রেও নতুন এই ফিচার সম্পর্কে আপডেট দিয়েছে।
এরই মধ্যে যারা হোয়াটসঅ্যাপ বেটা অ্যান্ড্রোয়েড ২.২২.১৫.১৩ ব্যবহার করেন তাদের ক্ষেত্রে এই ফিচার ব্যবহার করছেন তাদের ক্ষেত্রে এই ফিচার আপডেট দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে সব ব্যবহারকারীদের জন্যই এই ফিচার আপডেট দেওয়া হবে বলে জানা গেছে।
নতুন এই ফিচারের সুবিধা কী? এই ফিচারের মাধ্যমে দুটি ফোনে চ্যাট ট্রান্সফার করা যাবে। অর্থাৎ এখন শুধু একটি ফোনেই হোয়াটসঅ্যাপের একটি নম্বর দিয়ে রেজিস্টার করা সম্ভব।

ফলে অন্য কোনো ফোনে সেই নম্বর দিয়ে রেজিস্টার করতে হলে আগের ফোনের সব চ্যাট মুছে যাবে। এমনকি পুরোনো ফোনের অ্যাকাউন্ট ডিলিট হয়ে নতুন ফোনে অ্যাকাউন্ট তৈরি হবে।
তবে নতুন যে ফিচার আনা হচ্ছে সেক্ষেত্রে দুটি ফোনে একই নম্বর দিয়ে হোয়াটাসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। এই মোডটির নাম দেওয়া হয়েছে ‘হোয়াটসঅ্যাপ ক্যাম্পেইন মোড’।
এমনকি শুধু একটি ডিভাইস নয় একাধিক ডিভাইসে একই নম্বর দিয়ে অ্যাকাউন্ট তৈরি করা সম্ভব হবে। আবার দুটি ফোনে একই সময়ে হোয়াটসঅ্যাপ ব্যবহার করলেও চ্যাট ব্যাকআপ পেতে কোনো সমস্যা হবে না।
বর্তমানে এই ফিচার শুধু অ্যান্ড্রোয়েডের বেটা ভার্সনে চালু করা হয়েছে। আইওএসে এই আপডেট কবে পাওয়া যাবে সে বিষয়ে বখেনো জানানো হয়নি।
এছাড়া সম্প্রতি আরও বেশ কয়েকটি আপডেট নিয়ে হাজির হয়েছে হোয়াটসঅ্যাপ। তার মধ্যে আছেছে মেসেজ রিয়্যাকশন ফিচার, মেসেজ ডিলিট ফিচারে অতিরিক্ত সময় ইত্যাদি।
সূত্র: বিজিআর
আপনার মন্তব্য দিন

প্রকাশিত মন্তব্য

প্রযুক্তি

পরিচালনা সম্পাদক: মোহাম্মদ মুজিবুল ইসলাম, বার্তা সম্পাদক: মোহাম্মদ নজিবুল ইসলাম ও সহ সম্পাদক: ড. মোঃ আশরাফুল ইসলাম (সজীব)

© 2024 Dainik Coxsbazar, All Rights Reserved.