সুলতানা রেজিয়া বেগমের দাফন সম্পন্ন

সুলতানা রেজিয়া বেগমের দাফন সম্পন্ন
মরহুম অধ্যক্ষ বদরুল আলমের স্ত্রী, মরহুম বাদশাহ মিয়া সওদাগর ও মরহুমা কুলসুমা খাতুনের কন্যা সুলতানা রেজিয়া বেগমের দাফন সম্পন্ন হয়েছে। 

১২ জুন (রোববার) বাদে আসর চট্টগ্রামের চেরাগি পাহাড়ের কদম মোবারক জামে মসজিদে জানাজার নামাজ শেষে মসজিদ সংলগ্ন কবরস্থানে তাঁকে দাফন করা হয়। 
দৈনিক কক্সবাজারকে বিষয়টি নিশ্চিত করেছেন মরহুমার ছোট জামাতা কক্সবাজার প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোহাম্মদ মুজিবুল ইসলাম। 
উল্লেখ্য, রোববার ভোর ৪ টায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭০ বছর। 

মরহুম বাদশাহ মিয়া সওদাগর ও মরহুমা কুলসুমা খাতুন দম্পতির ৬ কন্যার মধ্যে রেজিয়া বেগম চতুর্থ। মৃত্যুকালে তিনি ২ পুত্র (মোঃ মইনুদ্দীন মাসুদ ও মোঃ মিনহাজ উদ্দীন মামুন), ২ কন্যা (শিরীন সুলতানা ও নার্গিস সুলতানা), নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। 
আপনার মন্তব্য দিন

প্রকাশিত মন্তব্য

চট্টগ্রাম


পরিচালনা সম্পাদক: মোহাম্মদ মুজিবুল ইসলাম, বার্তা সম্পাদক: মোহাম্মদ নজিবুল ইসলাম ও সহ সম্পাদক: ড. মোঃ আশরাফুল ইসলাম (সজীব)

© 2024 Dainik Coxsbazar, All Rights Reserved.