রোটারাক্ট ইন্টারন্যাশনাল আন্ত: মেডিকেল ফুটবল টুর্নামেন্ট কাল

রোটারাক্ট ইন্টারন্যাশনাল আন্ত: মেডিকেল ফুটবল টুর্নামেন্ট কাল
দ্বিতীয় বারের মত অনুষ্ঠিত হতে যাচ্ছে রোটারাক্ট ইন্টারন্যাশনাল আন্ত: মেডিকেল ফুটবল টুর্নামেন্ট। 

রোটারাক্ট ক্লাব অফ মেডিকেল কমিউনিটি এর আয়োজনে শুক্রবার (১ লা মার্চ) বসছে এর দ্বিতীয় আসর। চট্টগ্রামের নয়টি মেডিকেল ও ডেন্টাল কলেজ এতে অংশ নিচ্ছে যার প্রত্যেকটি থেকে একটি করে দল থাকবে এই আসরে। জমজমাট এই আসরটি চট্টগ্রামের অক্সিজেন স্পোর্টস জোন ভেন্যুতে আয়োজিত হতে যাচ্ছে। 
এর আগে ২০২৩ সালে অনুষ্ঠিত হয় প্রথম রোটারাক্ট ইন্টারন্যাশনাল আন্ত: মেডিকেল ফুটবল টুর্নামেন্ট। সেই আসরে বিজয়ীদের পুরস্কার তুলে দিয়েছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা: মো: ইসমাইল খান। উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-পরিচালক ডা: বিদ্যুৎ বড়ুয়া। এছাড়া স্ব স্ব মেডিকেল কলেজ থেকে প্রিন্সিপাল ও প্রতিনিধিবৃন্দ। এবারের অসনকে বৃহৎ পরিসরে ও জমজমাট করতে ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে  রোটারাক্ট ক্লাব অফ মেডিকেল কমিউনিটি। আয়োজকরা আশা করছেন এবারের আয়োজন সব রোটারিয়ান এবং মেডিকেল কমিউনিটির বন্ধনকে আরো দৃঢ় করবে।
আপনার মন্তব্য দিন

প্রকাশিত মন্তব্য

চট্টগ্রাম


পরিচালনা সম্পাদক: মোহাম্মদ মুজিবুল ইসলাম, বার্তা সম্পাদক: মোহাম্মদ নজিবুল ইসলাম ও সহ সম্পাদক: ড. মোঃ আশরাফুল ইসলাম (সজীব)

© 2024 Dainik Coxsbazar, All Rights Reserved.