কক্সবাজারে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)–এর প্রাথমিক সদস্য নবায়ন ও নতুন সদস্য অন্তর্ভুক্তির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়েছে।
সোমবার (২৫ মে) বিকেল ৪টায় জেলা বিএনপির কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করেন কক্সবাজার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শামীম আরা স্বপ্না। এসময় জেলা বিএনপির নির্বাহী কমিটির সকল কর্মকর্তা ও সদস্যদের প্রাথমিক সদস্যপদ নবায়ন করা হয়।
জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী জানান, পর্যায়ক্রমে জেলার উপজেলা, পৌরসভা, ইউনিয়ন ও ওয়ার্ড ইউনিটসমূহে সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য অন্তর্ভুক্তির আবেদন গ্রহণ করা হবে।
তিনি বলেন, ‘সদস্যপদ নবায়ন একটি সাংগঠনিক কাজ। দীর্ঘ ১৬ বছর নেতা-কর্মীরা মামলা ও হামলার শিকার ছিলেন। বিগত সময়ে আন্দোলন-সংগ্রামে যারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন, তাদের সদস্যপদ নবায়ন করা হচ্ছে। এতে নেতা-কর্মীরা নতুনভাবে উজ্জীবিত হবেন।’
তিনি আরও জানান, জেলা বিএনপির সদস্য নবায়ন ও নতুন সদস্য সংগ্রহ কার্যক্রম চলবে আগামী ১৫ জুলাই পর্যন্ত।
দলীয় সূত্রে জানা গেছে, গত ২০ জানুয়ারি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রাথমিক সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন করেন।
কে সদস্য হতে পারবেন—সে বিষয়ে দলীয় নির্দেশনায় বলা হয়েছে, বাংলাদেশের যেকোনো নাগরিক নারী বা পুরুষ বিএনপির সদস্য হতে পারবেন। তবে প্রাথমিক সদস্য হওয়ার ন্যূনতম বয়স ১৮ বছর। নিষিদ্ধ সংগঠনের সদস্য, সমাজবিরোধী ও সন্ত্রাসীরা বিএনপির সদস্য হতে পারবেন না।