কুতুবদিয়ায় গ্যাস সিলিন্ডার গুদামে আগুন, কোটি টাকার ক্ষয়ক্ষতি

কুতুবদিয়ায় গ্যাস সিলিন্ডার গুদামে আগুন, কোটি টাকার ক্ষয়ক্ষতি
কুতুবদিয়ায় অনুমোদনহীন এলপি গ্যাস সিলিন্ডার গুদামে অগ্নিকান্ডে কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। সোমবার(২৬ মে) বিকালে ধুরুংবাজারের পশ্চিমপাশে অলি পাড়ায় এই ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিস ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, অলী পাড়ার বাসিন্দা সাইফুল ইসলাম প্রকাশ গুন্নু মাঝি দীর্ঘদিন ধরে অবৈধ ভাবে বাড়িতে বিভিন্ন কোম্পানীর এলপি গ্যাস সিলিন্ডার মজুদ করে ব্যবসা করে আসছেন। সোমবার বিকাল সাড়ে ৪টার দিকে গ্যাস সিলিন্ডার বিষ্ফোরনে আগুন লেগে যায় পুরো বাড়িতে। এসময় বাড়িতে রাখা প্রচুর সামুদ্রিক জালও পুড়ে যায়।
ধুরুংবাজারের ধুরুং  স্টোরের মালিক যমুনা  অয়েল ও গ্যাসের ডিলার এস,এম মন্জুর , আল্লাহর দান গ্যাস ডিলার শহিদুল ইসলাম জানান, গুন্নু মাঝি বাড়িতে বিভিন্ন গ্যাস সিলিন্ডার মজুদ করে মাপে কম-বেশি করে রি-লোড করে ব্যবসা করে আসছে। রি-লোড করার সময় বিষ্ফোরণ ঘটেছে বলে ধারনা তাদের।
কুতুবদিয়া ফায়ার সার্ভিস স্টেশন অফিসার সোহেল আহমেদ জানান, অগ্নিকান্ডের  খবর পেয়ে টীম কাজ করে প্রায় দেড়ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রনে আসে। গ্যাস লিকেজের মাধ্যমে অগ্নিকান্ডের সূত্রপাত।

প্রাথমিক তথ্য মতে, ওই বাড়িতে উঠানে থাকা কোটির টাকার জাল ও ২০০ গ্যাস সিলিন্ডার পুড়ে গেছে। তবে সময়মত আগুন নেভাতে পারায়  পাকা ভবন রক্ষা পেয়েছে।
আপনার মন্তব্য দিন

প্রকাশিত মন্তব্য

কক্সবাজার



পরিচালনা সম্পাদক: মোহাম্মদ মুজিবুল ইসলাম, বার্তা সম্পাদক: মোহাম্মদ নজিবুল ইসলাম

© 2025 Dainik Coxsbazar, All Rights Reserved.