কক্সবাজারে মেরিন ড্রাইভ সড়কের পাশে সমুদ্রের বালিয়াড়ি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করার অভিযোগে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন। এসময় প্যারাসেইলিং পরিচালনার নামে অবৈধভাবে আনা ঘর তৈরীর মালামালও জব্দ করা হয়।
সোমবার দরিয়ানগর প্যারাসেইলিং পয়েন্টে ইট ও টিনের তৈরী আধাপাকা, কাঠের তৈরী গোল ঘরসহ বিভিন্ন অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
এতে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও পর্যটন সেলের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাফিস ইনতেসার নাফি।
অভিযানকালে তিনি বলেন, ভবিষ্যতে প্যারাসেইলিং এর লাইসেন্স নবায়নের ক্ষেত্রে যাদের বিরুদ্ধে পরিচালনায় ত্রুটি ও অবৈধ দখলের এমন অভিযোগ আছে তাদের বিবেচনায় নেয়া হবে।
এ সময় আনসার ব্যাটালিয়নের সদস্য, বীচকর্মীসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। প্রসঙ্গত দরিয়ানগর ও হিমছড়ি সৈকতে প্যারাসেইলিং স্পোর্টস পরিচালনা করে আসছে পাঁচটি প্রতিষ্ঠান।