জেলা শিশু একাডেমির উদ্যোগে বিশ্বকবি ও জাতীয় কবির জন্মবার্ষিকী উদযাপন

জেলা শিশু একাডেমির উদ্যোগে বিশ্বকবি ও জাতীয় কবির জন্মবার্ষিকী উদযাপন
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪ তম জন্মবার্ষিকী এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

সোমবার সকালে জেলা  শিশু একাডেমির উদ্যোগে একাডেমি মিলনায়তনে এসব অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সাইদু্জ্জামান চৌধুরী। 
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক বলেন, রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ভাষার সাহিত্যকে বিশ্বের দরবারে পরিচিত করেছেন। অপরদিকে জাতীয় কবি- বিদ্রোহী কবি নজরুল ইসলামের সৃষ্টি নতুন প্রজন্মকে উজ্জীবিত করে চলেছে। তাঁরই অনুপ্রেরণা নিয়ে তরুণ সমাজ জেগে উঠেছে, যার বিনিময়ে আজকের নতুন বাংলাদেশ।
জেলা শিশু বিষয়ক কর্মকর্তা আহসানুল হকের সভাপতিত্বে এতে সরকারি মহিলা কলেজের সহযোগী অধ্যাপক শহিদুল ইসলাম, জেলা তথ্য অফিসার মোঃ আব্দুস সাত্তার, সাংবাদিক  মাহবুবর রহমান বক্তব্য রাখেন। 

এসময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীসহ অভিভাবকেরা উপস্থিত ছিলেন। 
পরে রবীন্দ্র-নজরুল জয়ন্তী উপলক্ষে রচনা, আবৃত্তিসহ বিভিন্ন প্রতিযোগিতার বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। সবশেষে পরিবেশিত হয় শিশু একাডেমির শিল্পীদের অংশগ্রহণ সাংস্কৃতিক অনুষ্ঠান।
আপনার মন্তব্য দিন

প্রকাশিত মন্তব্য

কক্সবাজার


পরিচালনা সম্পাদক: মোহাম্মদ মুজিবুল ইসলাম, বার্তা সম্পাদক: মোহাম্মদ নজিবুল ইসলাম

© 2025 Dainik Coxsbazar, All Rights Reserved.