বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে জনতার তাড়া খেয়ে ডাকাত দল ফেলে গেল ১টি লম্বা বন্দুক। ঘটনাটি ঘটে রোববার (২৫ মে) রাত সোয়া ৩ টায় ইউনিয়নের ৯নং ওয়ার্ডস্থ হেডম্যান চাকপাড়ায় এলাকায়। পুলিশ এ সময় ডাকাতি কাজে ব্যবহৃত একটি দেশীয় তৈরি বন্দুক ও দুইটি টমটমের ব্যাটারি উদ্ধার করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রাত ৩টার দিকে টমটম চালক আইলা মং চাকের বাড়ি থেকে ব্যাটারিগুলো লুট করে করে পালানোর চেষ্টা করে ডাকাতের দল। এলাকার লোকজন হৈ চৈ করে প্রতিরোধ গড়ে তুললে এলাকাবাসী নতুন চাকপাড়া যাওয়ার রাস্তার মাথায় আশপাশে অবস্থান নেন। অবস্থা বেগতিক দেখে ডাকাত দল লুটকরা ২টি ব্যাটারি ও একটি দেশীয় তৈরি বন্দুক পাশের জঙ্গলে ফেলে পালিয়ে যায়। খবর পেয়ে স্থানীয় ওয়ার্ড মেম্বার মো. আবু তাহের সোমবার (২৬ মে) সকাল ৮টার দিকে ঘটনাস্থলে যান এবং বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রে অবহিত করেন। পরে সকাল ৯টা ৩০ মিনিটের দিকে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে এলাকাবাসী দেশীয় তৈরি বন্দুকটি পুলিশের কাছে হস্তান্তর করে।
বিষয়টি নিশ্চিত করেছেন তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো. আনোয়ারুল ইসলাম।