চকরিয়ায় গত বছরের বন্যায় ক্ষতিগ্রস্থ ১৭৬ জন মৎস্য চাষীর মাঝে ৩৩শত কেজি মৎস্য খাদ্য বিতরণ করা হয়েছে।
সোমবার (২৬ মে) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ এলাকায় খাদ্য বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা শাহনাজ পারভীন, মেরিন ফিসারিজ অফিসার এ জেড এম মোসাদ্দেকুল ইসলাম, ক্ষেত্র সহকারী মো. সায়েফ উল্লাহ এবং উপজেলা মৎস্য দপ্তরের কর্মচারীবৃন্দ।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল আমিন বলেন, বন্যায় ক্ষতিগ্রস্থ মৎস্যজীবিদের ২৪-২৫ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় প্রতিজন মাছ চাষীকে ১৮ কেজি করে মাছের খাবার (ফিড) প্রদান করা হয়েছে।