চকরিয়া থানা পুলিশ অভিযান চালিয়ে দেশীয় তৈরী এলজি (একনলা) বন্দুকসহ সাইফুল ইসলাম ওরফে রোমান (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে।
সোমবার (২৬ মে) ভোররাতে উপজেলার ডুলাহাজারা ইউনিয়নের চা বাগানের পার্শ্ববর্তী হায়দার নাশি নামক স্থানে থেকে তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে উদ্ধার করা হয় একটি দেশী তৈরী এলজি (একনলা) বন্দুক। সাইফুল ইসলাম ডুলাহাজারা ইউনিয়নের মালুমঘাট চা বাগান এলাকার নুরুল ইসলামের ছেলে।
এ ব্যাপারে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. শফিকুল ইসলাম বলেন, অস্ত্র উদ্ধারের ঘটনায় চকরিয়া থানায় অস্ত্র আইনে মামলা করা হয়েছে। তার বিরুদ্ধে একাধিক বিভিন্ন মামলা রয়েছে। সে প্রতিনিয়ত অস্ত্র দিয়ে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কসহ এলাকার স্থানীয় ডাকাতদের সাথে অবস্থান করে চকরিয়া এলাকায় বিভিন্ন স্থানে ডাকাতি করে থাকে।