নাইক্ষ্যংছড়ি উপজেলার সদরের আদর্শগ্রাম চেকপোস্টে সকাল ১১ টায় তল্লাশী চালিয়ে ৯ হাজার ৪ শত ৯০ পিস ইয়াবা ও সিএনজিসহ ১ সিএনজি চালককে আটক করে বিজিবি । তার নাম হেলাল উদ্দিন (১৮)। তিনি নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের আশারতলী গ্রামের নুরুল আমিনের পুত্র।
একইদিন সকালে পৃথক ঘটনায় মিয়ানমার সীমান্তের ৪৭ পিলার এলাকায় ১ জনকে ১টি গরুসহ আটক করে ১১ বিজিবি। আটক কিশোরের নাম মোহাম্মদ আরিফ (১৫)। সে আশারতলী গ্রামের লম্বাঘোনা গ্রামের রফিকুল ইসলামের ছেলে।
বুধবার (১৪ মে ) নাইক্ষ্যংছড়িস্থ ১১ বিজিবি কর্তৃক পরিচালিত পৃথক ২ অভিযানে এ ২ জনকে আটক করে বিজিবি।
বিষয়টি নিশ্চিত করে ১১ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল এস এম কপিল উদ্দিন কায়েস বলেন, 'অভিযান চলমান আছে-থাকবে। সীমান্ত অপরাধীদের ছাড় নেই।'