কুতুবদিয়ায় ছাত্রলীগ ও আওয়ামী লীগের দুই সদস্যকে আটক করেছে পুলিশ। গতকাল বুধবার (১৪ মে) বিকালে তাদের আটক করা হয় বলে থানা সূত্র জানায়।
থানার ওসি মো: আরমান হোসেন জানান, পুলিশের বিশেষ অভিযানে বুধবার সন্ধ্যায় বৈষম্যবিরোধী মামলার আসামী উত্তর বড়ঘোপ মিয়াজির পাড়ার বড়ঘোপ ইউনিয়ন ছাত্রলীগের সদস্য তামিম ইকবাল(১৬) ও বড়ঘোপ গোলদার পাড়ার বাসিন্দা বড়ঘোপ ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আনোয়ার আলীকে (৫৫) আটক করা হয়।