উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে স্বামীর ছুরিকাঘাতে রেহনা বেগম (৩০) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার মধ্যরাতে উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের ১৯ নম্বর ঘোনারপাড়া রোহিঙ্গা ক্যাম্পের এ-৭ ব্লকে এ ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন উখিয়া থানার ওসি মোহাম্মদ আরিফ হোসেন। নিহত গৃহবধূ একই ক্যাম্পের নুরুল ইসলামের স্ত্রী।
স্থানীয়দের বরাতে উখিয়া থানার ওসি মোহাম্মদ আরিফ হোসেন বলেন, তারা স্বামী-স্ত্রীর সময় প্রায় সময় কলহ লেগে থাকতো। মঙ্গলবার মধ্যরাতে নিজ ঘরে স্বামী-স্ত্রীর মধ্যে তর্কাতর্কির ঘটনা ঘটে। এক পর্যায়ে স্বামী নুরুল ইসলাম ক্ষিপ্ত হয়ে রেহেনা বেগমকে বুকে ও পেটে ছুরিকাঘাত করে। এতে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলে তার মৃত্যু ঘটে।
ওসি বলেন, 'খবর পেয়ে এপিবিএন পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছে রক্তাক্ত অবস্থায় রেহেনা বেগমের মৃতদেহ উদ্ধার করে। এসময় ঘটনাস্থল থেকে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ঘাতক স্বামী নুরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।'