কুতুব‌দিয়ায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই সদস্য আটক

কুতুব‌দিয়ায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই সদস্য আটক
কুতুব‌দিয়ায় ছাত্রলীগ ও আওয়ামী লীগের দুই সদস‌্যকে আটক ক‌রে‌ছে পু‌লিশ। গতকাল বুধবার (১৪ মে) বিকা‌লে তা‌দের আটক করা হয় ব‌লে  থানা সূত্র জানায়।

থানার ও‌সি মো: আরমান হো‌সেন জানান,  পুলি‌শের বি‌শেষ অ‌ভিযা‌নে বুধবার সন্ধ‌্যায় বৈষম‌্যবি‌রোধী মামলার আসামী উত্তর বড়‌ঘোপ মিয়া‌জির পাড়ার বড়‌ঘোপ ইউ‌নিয়ন ছাত্রলী‌গের সদস‌্য তা‌মিম ইকবাল(১৬) ও বড়‌ঘোপ গোলদার পাড়ার বা‌সিন্দা বড়‌ঘোপ ইউ‌নিয়ন আওয়ামী লী‌গের সদস‌্য আ‌নোয়ার আলীকে (৫৫) আটক করা হয়।
 
আপনার মন্তব্য দিন

প্রকাশিত মন্তব্য

কক্সবাজার


পরিচালনা সম্পাদক: মোহাম্মদ মুজিবুল ইসলাম, বার্তা সম্পাদক: মোহাম্মদ নজিবুল ইসলাম

© 2025 Dainik Coxsbazar, All Rights Reserved.