মহেশখালীর নতুন এসিল্যান্ড ইসমাত জাহান ইতু

মহেশখালীর নতুন এসিল্যান্ড ইসমাত জাহান ইতু
মহেশখালী উপজেলার নতুন এসি ল্যান্ড (সহকারী কমিশনার-ভূমি) হিসাবে ইসমাত জাহান ইতু (১৮৮৮৮) কে নিয়োগ দেওয়া হয়েছে। গত ৮ মে চট্টগ্রামের বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী সচিব এস.এম অনীক চৌধুরী স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে ইসমাত জাহান ইতু সহ একই পদমর্যাদার ৩ জন কর্মকর্তাকে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন উপজেলায় এসি ল্যান্ড পদে পদায়ন করা হয়। 

ইসমাত জাহান ইতু বর্তমানে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় এসিল্যান্ড পদে কর্মরত রয়েছেন। তিনি নিজে ঝালকাঠি জেলার বাসিন্দা এবং তাঁর শ্বশুর বাড়ি চট্টগ্রাম জেলায়। ইসমাত জাহান ইতু বিসিএস (প্রশাসন) ৩৮তম ব্যাচের একজন কর্মকর্তা।
অপরদিকে, মহেশখালীর বিদায়ী এসি ল্যান্ড দীপক ত্রিপুরা (১৯১৪২) কে গত ৩০ এপ্রিল পৃথক আরেকটি প্রজ্ঞাপনে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার এসি ল্যান্ড হিসাবে বদলী করা হয়েছে।
আপনার মন্তব্য দিন

প্রকাশিত মন্তব্য

কক্সবাজার

পরিচালনা সম্পাদক: মোহাম্মদ মুজিবুল ইসলাম, বার্তা সম্পাদক: মোহাম্মদ নজিবুল ইসলাম

© 2025 Dainik Coxsbazar, All Rights Reserved.